বাংলারজমিন

গোডাউন থেকে সরকারি বই উধাও শিক্ষা কর্মকর্তাকে শোকজ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

ঢাকার ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে ৫ হাজার ৪১১ সেট নতুন সরকারি বই উধাও হয়ে গেছে। ফলে ধামরাইয়ের ১৯টি কিন্ডারগার্টেন স্কুল সময়মতো সরকারি বই পায়নি। এ ঘটনায় গত ৩রা জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনকে শোকজ করেছেন। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেয়ার নির্দেশ থাকলেও এখন পর্যন্তও  শিক্ষা কর্মকর্তা শোকজের সঠিকভাবে কোনো জবাব দিতে পারেননি। এনিয়ে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় চলছে। জানা গেছে, ধামরাই উপজেলার ১৭১টি সরকারি ও ১৩৭টি কিন্ডারগার্টেন স্কুলের চাহিদা অনুযায়ী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর জন্য গত বছরের ১৮ নভেম্বর শিক্ষা অধিদপ্তর থেকে ৪৭ হাজার ৬৬৩ সেট নতুন বই ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ গ্রহণ করে তা গোডাউনে রাখেন। চাহিদা অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গোডাউন থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২ হাজার ২৫২ সেট নতুন বই বিতরণ করেন। সরকারি বরাদ্দকৃত আরও ৫ হাজার ৪১১ সেট নতুন বই গোডাউন থেকে উধাও হয়ে যায়। ফলে সময়মতো ১৯টি স্কুলের শিক্ষার্থীরা নতুন বই পায়নি। পরে বই না পেয়ে ৩রা জানুয়ারি ধামরাইয়ের ওদুদুর রহমান কিন্ডারগার্টেন, প্রতিভা শিশু একাডেমি, প্রতিভা বিকাশ, নবদিগন্ত, কুরঙ্গী আইডিয়াল, রুপা, সুয়াপুর প্রি-ক্যাডেট, ব্রাইট ফিউচার, শাপলা, ফাতেমা, ইন্টারসিটি মডেল, মরিয়ম শহীদুল্লাহ বিদ্যা নিকেতন, ইখলাস ইসলামিক স্কুল, সহিম উদ্দিন প্রি-ক্যাডেট, আলম আইডিয়াল, আবদুুল্লাহ আল হাসান প্রি-ক্যাডেট, আদর্শ ক্যাডেট একাডেমি, সাদিয়া জয়ন্তীসহ ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা নতুন বইয়ের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গেলেও দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। পরে বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকগণ ইউএনও’র কাছে অভিযোগ করেন। ইউএনও আবুল কালাম ওইদিনই উপজেলা শিক্ষা অফিসের গোডাউনে সরকারি বরাদ্দকৃত ৫ হাজার ৪১১ সেট নতুন বইয়ের কোনো হদিস না পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনকে শোকজ করেন এবং তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেয়ার নির্দেশ দেন। ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন মানবজমিনকে বলেন, যেসব কিন্ডারগার্টেন স্কুলে সময়মতো সরকারি নতুন বই পায়নি, তাদেরকে কয়েকদিন পরে ঢাকা থেকে এনে নতুন বই দেয়া হয়েছে। তবে গোডাউন থেকে ৫ হাজার ৪১১ সেট নতুন বই না পাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ধামরাইয়ের ইউএনও আবুল কালাম  জানান, গত ১৬ দিনেও গোডাউন থেকে উধাও হয়ে যাওয়া ৫ হাজার ৪১১ সেট নতুন বইয়ের কোনো হদিস দিতে পারেননি এবং শিক্ষা কর্মকর্তা তার শোকজের সঠিকভাবে কোনো জবাবও দেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status