বিনোদন

অধ্যাপক মমতাজউদদীন আহমদের ৮৫তম জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৮:৫০ পূর্বাহ্ন

আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো অধ্যাপক মমতাজউদদীন আহমদের ৮৫তম জন্মদিন। নন্দিত নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ তার জীবন চলার পথে ৮৪ বছর অতিক্রম করে ৮৫তে পদার্পণ করেছেন। এই দিনটি উদযাপন করতে গত ১৮ই জানুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক আনন্দ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এই নাট্যজনকে নিয়ে কথা বলেন কামাল লোহানী, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আসাদুজ্জামান নূর, নওয়াজীশ আলী খান, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) প্রমুখ। সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. নীলুফার বানু। ৮৫তম জন্মদিনের আনন্দ আয়োজনে অধ্যাপক মমতাজউদদীন আহমদ বলেন, খুব ভালো লাগছে। অভিভূত হয়ে গেলাম। প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছি। চিন্তা করতে পারি না, পড়তে পারি না, ভাবতেও পারি না। ঘরভর্তি বই, স্পর্শ করতে পারি না। ৪৪ বছরের নিয়ম- ডায়েরিটাও লিখতে পারি না এখন। এমনকি নিজের হাতে খেতেও পারি না। শিশুর মতো হয়ে গেছি আমি। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ধূলিকণা আমার। মসজিদ, মন্দির, গির্জা, মঠ- সব আমার। পৃথিবীর সেরা দেশ আমার দেশ। উল্লেখ্য, অধ্যাপক মমতাজউদদীন আহমদ হুইল চেয়ারে চলাফেরার কারণে জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে মঞ্চে উঠতে পারেন নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status