দেশ বিদেশ

নারী আসনে আওয়ামী লীগের ১৫১০ ফরম বিক্রি

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫১০ জন। এর মধ্যে গতকাল শেষ দিন ফরম কিনেছেন ১২৫ জন আগ্রহী প্রার্থী। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম জমা দেয়ার শেষ সময় আগামী ২০শে জানুয়ারি। সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় প্রতিটি ফরমের মূল্য নেয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী চার দিনে ১৫১০টি ফরম থেকে এসেছে চার কোটি ৫৩ লাখ টাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে  সংসদ সদস্য (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ই ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম অনুযায়ী প্রতি ৬টি আসনের বিপরীতে যেকোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পাবে। গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন।
সে অনুযায়ী এ প্রাপ্ত আসনের হিসেবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি ৪টি, জাতীয় ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্য দল মিলে ২টি আসন পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status