খেলা

আর্সেনাল-চেলসি দ্বৈরথ আজ

লন্ডন ডার্বিতে অন্য লড়াই

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

প্রিমিয়ার লীগ মৌসুমের শুরুর দিকে লন্ডন ডার্বিতে চেলসির মাঠে ৩-২ গোলে হার দেখে আর্সেনাল। এরপর দু’দল খেলেছে আরো ২০টি করে ম্যাচ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উত্তীর্ণ হতে এখন পয়েন্ট ব্যবধান কমিয়ে চতুর্থ স্থানের লড়াই করছে আর্সেনাল। গানারদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আপাতত চতুর্থ স্থানে নিরাপদে রয়েছে চেলসি। এবার নিজ মাঠে আর্সেনালের সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ। এমিরেটস স্টেডিয়ামে আজ মাউরিজিও সারির চেলসিকে আতিথ্য দেবে উনাই এমেরির আর্সেনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হাইভোল্টেজ লন্ডন ডার্বি ম্যাচ শুরু হবে। তার আগে রাত ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ স্থানের জন্য লড়াই করছে ষষ্ঠ স্থানে থাকা ম্যানইউও। ২২ ম্যাচ শেষে দু’দলেরই সংগ্রহ সমান ৪১ পয়েন্ট। আজকের ম্যাচের ফলাফল তাদের অবস্থানে পরিবর্তন আনতে পারে। আর্সেনালের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। প্রিমিয়ার লীগে নিজেদের সবশেষ ম্যাচে ওয়েস্টহ্যামের মাঠে ১-০ ব্যবধানে হার দেখে এমেরির শিষ্যরা। অন্যদিকে, প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের হাতছানি চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে সবশেষ ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারানোর আগে সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্লুরা। চেলসিকে সমীহর চোখেই দেখছেন আর্সেনালের স্প্যানিয়ার্ড কোচ এমেরি। তিনি বলেন, ‘প্রতিভাবান সব খেলোয়াড় নিয়ে একটি গোছানো দল চেলসি। ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। সমর্থকদের সামনে নিজ মাঠে খেলবো। যদি আমরা দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি তবে অবশ্যই জয় সম্ভব। এটা আমাদের জন্য কঠিন পরীক্ষা।’ প্রিমিয়ার লীগে আর্সেনালের বিপক্ষে মৌসুমের দুই ম্যাচেই পঞ্চমবার জয়ের রেকর্ড ডাকছে চেলসিকে। এই কীর্তি রয়েছে কেবল লিভারপুল ও ম্যানইউর। আর প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে লন্ডন ডার্বির ৭ ম্যাচে ২০ গোলের নৈপুণ্য দেখায় আর্সেনাল। যা অন্য যে কোনো দলের দ্বিগুণ। আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হয়ে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ান এমেরি। প্রিমিয়ার লীগে মৌসুমের প্রথম দুই ম্যাচে (ম্যানচেস্টার সিটি ও চেলসির বিপক্ষে) হারের পর টানা ১৪ ম্যাচ (১০ জয়, ৪ ড্র) অপরাজিত থাকে আর্সেনাল। অন্যদিকে, চেলসির কোচের দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লীগে প্রথম ১২ ম্যাচে (১০ জয়, ৪ ড্র) হার দেখেননি ইতালির মাউরিজিও সারি। ২২ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৩ হারে চেলসির সংগ্রহ ৪৭ পয়েন্ট। আর ১২ জয়ের বিপরীতে ৫টি করে ড্র ও হার দেখে আর্সেনাল। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি (৫৩) ও টটেনহ্যাম (৪৮)। প্রিমিয়ার লীগ যুগে ৫৩ বারের সাক্ষাতে ১৯ ম্যাচে আর্সেনাল ও ১৮ ম্যাচে জয় কুড়ায় চেলসি। বাকি ১৬ ম্যাচ ড্র হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status