এক্সক্লুসিভ

অভির স্বপ্ন অপূর্ণই থেকে গেল

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

চলতি বছরের শেষ দিকে কানাডা যাওয়ার কথা ছিল মিশাল হোসেন অভির। এ নিয়ে অভির স্বপ্ন ছিল। পিতামাতাও সন্তানকে নিয়ে মনের মাঝে বুনেছিলেন অনেক আশা। সবই শেষ হয়ে গেছে একটি রহস্যময় ঘটনায়। বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় অভির। কিন্তু এ পড়ে যাওয়ার রহস্য এখনো রয়েছে অজানা। গত সোমবারের ঘটনা এটি। একমাত্র সন্তান অভিকে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে রাজ্যের অন্ধকার। স্বজনরাও সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে ঘটনা কী? সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভির বাবা সাইফুর রহমান সোমবারই মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। অভির মা মুনা রহমান মানবজমিনকে বলেন, আমার একমাত্র ছেলে অভি। সে এ লেভেলে পড়তো। তাকে আমরা এ বছরের শেষের দিকেই কানাডায় পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কিভাবে এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না। মুনা রহমানের কথা আমার ছেলে এমন করতে পারে না। তিনি বলেন, মোহাম্মদপুরের ময়ুরী ভিলার ওই বাসায় অভি কেন গিয়েছিল তা বুঝতে পারছি না।  মুনা রহমান বলেন, বাসা থেকে যাওয়ার সময় অভি বলেছিল সে গেম আনতে ধানমণ্ডি যাচ্ছে। কিন্তু সে মোহাম্মদপুরে যাওয়ার বিষয়ে কিছুই বলেনি। আমার জানা মতে সে আগে কখনো মোহাম্মদপুরে যায় নি। ওই বাসায় না কি তার বন্ধুর সঙ্গের লোকজন থাকতো। মুনা রহামান বলেন, আমার ছেলে সব সময় হাসি খুশি ছিল। তার তেমন কোনো বন্ধু-বান্ধব ছিল না। সে বেশিরভাগ সময় বাসায় থাকতো। আমরা এখনো বুঝতে পারছি না কেন এমন হলো। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

ঘটনার দিন মোহাম্মদপুরের ওই বাসা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। কিন্তু পরে তাদের ছেড়ে দেয়া হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনে তাদের আবারো জিজ্ঞাসাবাদ করা হবে।
এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মুকুল রঞ্জন মানবজমিনকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে পারছি না। রিপোর্ট পেলে আমরা পুরো অ্যাকশনে যাব। নিহতের ঘটনায় ওই দিনই পাঁচ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু মামলার তদন্তের খাতিরে ফের তাদের ডাকা হবে।
গত ১৪ই জানুয়ারি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে ২২/বি ময়ুরী ভিলার বাসার ছাদ থেকে পরে পণ্ডিত মিশাল হোসেন অভির মৃত্যু হয়। নিহত অভি মিরপুর ডিওএইচএসে পরিবারের সঙ্গে থাকতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status