বিনোদন

শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৭:৩৭ পূর্বাহ্ন

চীনের নতুন বছর উদ্‌যাপনে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে দু’দিনের এই আয়োজন। প্রতি বছর বিশ্বের ১৩০টি দেশের ৪০০ শহরে এই উৎসব পালিত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রোকসানা মালেক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে চীনের বিভিন্ন ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে চীনের নৃত্যদল জুনান। অ্যাক্রোবেটিক শো পরিবেশন করে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বলেন, নিজ দেশের নতুন বছরকে সামনে রেখে চীনের বাংলাদেশ দূতাবাস চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্র আজকের গালা নাইট আয়োজন করেছে। যাতে আমরা আমাদের বাংলাদেশি বন্ধুসহ অন্যান্য দেশের বন্ধুদের সঙ্গে এই আনন্দময় মুহূর্ত ভাগাভাগি করতে পারি। চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে থাকা চীনের নাগরিক আর বাংলাদেশের জনগণকে শুভ নববর্ষ জানাই। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্য যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ অনুষ্ঠানে প্রায় ১ হাজারের মতো দর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশে চীনা নববর্ষ উদযাপনে চীনা দূতাবাস নানান উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের প্রধান শহরগুলোতে এটি আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেমা উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চীনা পোশাক প্রদর্শনী এবং কক্সবাজারে ঘুড়ি উৎসব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status