অনলাইন

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১২

নাটোর প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৪:৩৩ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় জমি নিয়ে পূর্র্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আলমগীর হোসেন  নামে একজন নিহত ও আহত হয়েছে অন্তত ১২জন । আহতদের মধ্যে ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, একজনকে সিংড়া হাসপাতালে এবং বাকি ৭জনকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন-৩২ বাঁশবাড়িয়া গ্রামের মৃত মাহমুদ অলীর ছেলে ।  

পুলিশ ও গ্রামবাসী জানায়, জমি নিয়ে বাঁশাবাড়ীয়া গ্রামের কামাল মেম্বরের সঙ্গে একই গ্রামের আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। দুপুরে ছালামের লোকজন বিতর্কিত ওই জমিতে ধানের চারা রোপণ করতে গেলে কামাল মেম্বারের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১৩জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কামাল মেম্বরের ছোট ভাই আলমগীরকে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status