অনলাইন

৩৭ হজ এজেন্সির লাইসেন্স বাতিল, মামলার নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৩:১৬ পূর্বাহ্ন

হজ কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। ২০১৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও সৌদি আরবে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।  ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ) এম আরিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। অভিযুক্ত ৩৭ এজেন্সির বিরুদ্ধে জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন ১ লাখ থেকে ১৫ লাখ টাকা জরিমানা, হজযাত্রীদের টিকিটের টাকা ফেরত ও নির্দিষ্ট ব্যক্তিকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকাসহ ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।  
শাস্তিপ্রাপ্ত এজেন্সিগুলো হলো চট্টগ্রামের আল আমানত ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১), ঢাকার মতিঝিলের বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৫৬৬),নয়াপল্টনের এমএস জামান এন্টারপ্রাইজ (লাইসেন্স নম্বর ৯২৫), পুরানা পল্টনের সাইদ এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১১৪৫), পুরানা পল্টনের ইউরো এশিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৩৫৩), বিজয়নগরের মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন (লাইসেন্স নম্বর ১০৪১), পুরানা পল্টনের সোহাইল এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১২৩৫), নয়াপল্টনের দ্য ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১২৬৫), উত্তরার আল হজ ট্রাভেল ট্রেড (লাইসেন্স নম্বর ১৮), বনানীর ব্রাইট ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৪২), শ্যামপুরের  আল বারি ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ৬৩৫), ফকিরাপুলের ক্লাব ট্রাভেলস সার্ভিসেস (লাইসেন্স নম্বর ৭২০), মতিঝিলের রয়েল তাইবা এভিয়েশন (লাইসেন্স নম্বর ১১২৬), ফকিরাপুলের এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১৩০), নয়াপল্টনের সোহারাদা ওহায়েদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১২১৪), মিরপুর গাবতলীর হাজি হাফেজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৩৫৮), আগারগাঁওয়ের সোবহান এয়ার ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১), পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১৪৫১), ফকিরাপুলের হলি দারুলফজত হজ ওভারসিজ (লাইসেন্স নম্বর ১৪৬২), পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেল (লাইসেন্স নম্বর ১৪৫১), সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ক (লাইসেন্স নম্বর ১২২২), পুরানা পল্টনের ফকিরাপুলের মিসফালা ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১০১৮), বিজয়নগরের কলম্বিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ৪৮), মিরপুরের সানজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১২৯), ফকিরাপুলের আল জিয়ারাত ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ২৪৬), নয়াপল্টনের অ্যাসুরেন্স এয়ার সার্ভিসেস (লাইসেন্স নম্বর ২৫৯), নয়াপল্টনের মিডিয়া ট্রাভেল সার্ভিসেস (লাইসেন্স নম্বর ২৭৩), তেজগাঁওয়ের গোল্ডেন ট্রাভেল অ্যান্ড কার্গো সার্ভিসেস (লাইসেন্স নম্বর ৫৬২), নয়াপল্টনের আল হায়াত এভিয়েশন (লাইসেন্স নম্বর ৬৪৮), নয়াপল্টনের সেন্ট্রাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৭১৪), পুরানা পল্টনের হিজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮২০), ইব্রাহিম ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮৩২), খিলগাঁওয়ের জিয়ারত-এ কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮৫৮), সাভারের এম এ এম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৯১৬), নয়াপল্টনের এম/এস জামানে এন্টারপ্রাইজ (লাইসেন্স নম্বর ৯২৫), পুরানা পল্টনের এম/এস ভোরগ্রিন ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৯৪৫), ফকিরপুলের মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ৯৭৩), পুরানা পল্টনের সোহায়েব এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১১৯২), রামপুরার সাউথ এশিয়ান ওভারসিজ লিমিটেড (লাইসেন্স নম্বর ১২২২), পশ্চিম আগারগাঁওয়ের সাওবন এয়ার ট্রাভেল (লাইসেন্স নম্বর ১৪৩০) ও নয়াপল্টনের আল কাবা ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৪৬৪)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status