দেশ বিদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের পথ খুলেছে

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের পথ খুলেছে। দীর্ঘদিন স্থগিত থাকা এই নির্বাচনের আইনি বাধা আর নেই। হাইকোর্ট নির্বাচন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন।
গতকাল বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রুলের শুনানিতে রিট আবেদনের পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় আদালত তা খারিজ করেন।
আইনজীবীরা জানান, রুল খারিজ হয়ে যাওয়ায় আদালতের আগের দেয়া স্থগিতাদেশও আর নেই। ফলে উপনির্বাচনের বাধা দূর হলো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী কাজী মইনুল হোসেন জানান, ডিএনসিসির নির্বাচন নিয়ে জারি করা রুল খারিজ করেছেন আদালত। খারিজ আদেশের বিরুদ্ধে রিটকারীদের আপিল করার সুযোগ নেই। তবে চাইলে খারিজ আদেশটটি পুনরায় উত্থাপনের আবেদন করতে পারবেন। ফলে স্থগিতের আদেশও আর কার্যকর নেই। রিট আবেদনকারী আতাউর রহমানের আইনজীবী আহসান হাবীব ভুঁইয়া বলেন, রিট আবেদনকারী মামলাটি পরিচালনা করতে চান না বলে আমরাও আদালতে যাইনি।
ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হলে গত বছরের ৯ই জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ওই বছরের ২৬শে ফেব্রুয়ারি মেয়র ও নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। ওই বছরের ১৬ই জানুয়ারি নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ডিএনসিসি’র নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই তফসিল ঘোষণা হয়েছে দাবি করে রিটটি করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে রুল জারি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status