দেশ বিদেশ

জামিনে মুক্তি পেয়েছেন মামুন হাসান

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৭ পূর্বাহ্ন

 দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারাগার থেকে বের হয়ে মামুন হাসান জানান, বর্তমানে তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে। সবগুলো মামলাতেই জামিনের পর মুক্তি পেয়েছেন তিনি। ২০১৮ সালের ১৩ই জুলাই আদাবর থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে মিরপুর মডেল থানায় নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে ১৪ই জানুয়ারি সবগুলো মামলায় জামিন পান মামুন হাসান। এদিকে কারাগারে থাকা অবস্থায় একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য ফরম কেনার পর তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জোটের শরিক দল জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে আসনটিতে চূড়ান্ত সমর্থন দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status