বিশ্বজমিন

মুদ্রাস্ফীতি শতকরা ২০ লাখ ভাগ, সর্বনিম্ন বেতন বাড়লো ৩০০%

মানবজমিন ডেস্ক

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মুদ্রাস্ফীতি অকল্পনীয় হারে বেড়েছে। বার্ষিক মুদ্রাস্ফীতি শতকরা প্রায় ২০ লাখ ভাগ বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সর্বনিম্ন বেতন শতকরা ৩০০ ভাগ বৃদ্ধি করেছেন। বৃদ্ধির পরে সর্বনিম্ন বেতন দাঁড়িয়েছে মাসে ১৮ হাজার বোলিভারস, যা ৫.২০ ডলারের সমান। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

নিকোলাস মাদুরো তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন সোমবার। যদিও তার বিজয় নিয়ে বিরোধ আসে, ক্ষমতা হস্তান্তরের জন্য ক্রমবর্ধমান চাপ আছে, তা সত্ত্বেও তিনি তার নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন। গত মে মাসে তিনি নির্বাচনে বিজয়ী হন। কিন্তু ওই নির্বাচনকে ব্যাপক জালিয়াতির নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছে। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে আসছে আন্তর্জাতিক অবরোধ। এর ফলে ভেনিজুয়েলা আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাদের সঙ্গে যোগাযোগ আছে বিদেশী মুষ্টিমেয় কয়েকটি দেশের। যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার সমালোচকরা এবং তার নিজ দেশের বিরোধী রাজনীতিকরা নিকোলাস মাদুরোকে একজন স্বৈরাচার হিসেবে অভিযুক্ত করছেন। তারা বলছেন, নিকোলাস মাদুরো রাষ্ট্রপরিচালিত নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে তিনি এ যাবতকালের মধ্যে অর্থনৈতিক সঙ্কটকে সবচেয়ে বাজে অবস্থায় নিয়ে এসেছেন। তবে মাদুরোর জবাব, তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক যুদ্ধের শিকার। এ যুদ্ধ শুরু করা হয়েছে তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status