অনলাইন

২০ দল ও ঐক্যফ্র‌ন্টের স‌ঙ্গে বৈঠ‌কের পর উপ‌জেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নে‌বে বিএন‌পি

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ২:৪৪ পূর্বাহ্ন

২০ দল ও ঐক্যফ্র‌ন্টের স‌ঙ্গে বৈঠ‌কের
পর উপ‌জেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নে‌বে বিএন‌পি
স্টাফ রিপোর্টার : আসন্ন উপ‌জেলা নির্বাচ‌ন নি‌য়ে ২০ দল ও জাতীয় ঐক্যফ্র‌ন্টের শ‌রিক‌দের মতামত জানার পর দ‌লীয় সিদ্ধা‌ন্ত নেবে বিএন‌পি। শিগ‌গিরই দু‌ই জো‌টের স‌ঙ্গে বৈঠ‌ক করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা। মঙ্গলবার রা‌তে  বিএন‌পি চেয়ারপারস‌নের গুলশা‌ন রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের স্থায়ী কমিটির সদস্য‌দের এক বৈঠ‌কে এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠক চ‌লে সা‌ড়ে ৯ টা পর্যন্ত।
বৈঠক সূত্রে জানা গেছে,  একাদশ সংসদ  নির্বাচ‌নে অ‌নিয়‌মের অভি‌যোগ এনে শিগ‌গিরই ধা‌নের শী‌ষের প্রার্থীরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন । এজন্য সব তথ্য-প্রমাণ প্রস্তুত রাখার জন্য প্রার্থী‌দের প্র‌তি নির্দেশনা দেয়ার বিষ‌য়েও বৈঠ‌কে আলোচনা ক‌রেন। একই সঙ্গে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা  পরিচালনার জন্য আইনি সহায়তা কেন্দ্রকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেন তারা।  
সূত্র জানায়, ‌বিএন‌পির নী‌তি‌নির্ধারক‌দের বৈঠ‌কে আগা‌মি ১৯ জানুয়ারি দ‌লের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূ‌চির বিষ‌য়ে বিস্তা‌রিত আলোচনা হয়। দ‌লের প্র‌তিষ্ঠাতার জন্ম‌দিন উপল‌ক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে অন্তত সাত থে‌কে আট দিনের কর্মসূচি নেওয়ার বিষ‌য়ে প্রাথ‌মিকভা‌বে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।
সূত্র আরও জানায়, বৈঠ‌কে উপ‌জেলা নির্বাচন নি‌য়ে বিএন‌পির নী‌তি‌নির্ধারকরা তা‌দের মতামত দেন। বে‌শিরভাগ সদস্য উপ‌জেলা নির্বাচ‌নে অংশ না নেওয়ার বিষ‌য়ে পরামর্শ দেন। সে‌ক্ষে‌ত্রে দ‌লের কেউ স্বতন্ত্র প্রার্থী হ‌তে চাই‌লে বিএন‌পি আপ‌ত্তি কর‌বে না ব‌লেও নী‌তি‌নির্ধারকরা বৈঠ‌কে জানান। ত‌বে এ ব্যপা‌রে দ‌লীয় সিদ্ধা‌ন্তের আগে ২০ দল ও জাতীয় ঐক্যফ্র‌ন্টের শ‌রিক‌দের মতামত নেওয়ার বিষ‌য়ে সিদ্ধান্ত হয়।
এদি‌কে বৈঠ‌কের বিষ‌য়ে বিএন‌পির একজন স্থায়ী কমিটির সদস্য ব‌লেন, রোববার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে শুনানির সময় চেয়ারপারসন খা‌লেদা জিয়ার স‌ঙ্গে অল্প কিছুক্ষন কথা ব‌লে‌ছেন মহাস‌চিব। কি কথা হ‌য়ে‌ছে তা দলের স্থায়ী কমিটির সদস্য‌দের বৈঠ‌কে অব‌হিত ক‌রেন বিএন‌পি মহাস‌চিব। চেয়ারপারসন দল‌কে ঐক্যবদ্ধ রাখতে ব‌লে‌ছেন। পাশাপা‌শি যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ২০ দল‌ ও ঐক্যফ্রন্টের স‌ঙ্গে পরামর্শ করার জন্য ব‌লে‌ছেন। বি‌শেষ ক‌রে ২০ দ‌লের শ‌রিক‌দের স‌ঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার নির্দেশ দি‌য়ে‌ছেন।
বিএন‌পি মহাস‌চিব মির্জ‌া ফখরুল ইসলাম আলমগীরের সভাপ‌তি‌ত্বে বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন- স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status