শেষের পাতা

মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মঙ্গলবার বিকালে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে ধানমণ্ডির নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আবু বকর চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। প্রথম জানাজায় অংশগ্রহণ শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মানবকণ্ঠ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া এবং আশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মানবকণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া। প্রথম জানাজা শেষে আবু বকর চৌধুরীর মরদেহ দুপুর সোয়া ২টায় নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন, কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি ওমর ফারুক, ডিইউজের সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সমকাল পত্রিকার প্রধান প্রতিবেদক লোটন একরাম, সাংবাদিক খালেদ ফারুকী। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আবু বকর চৌধুরীর সহোদর মোহাম্মদ আলী চৌধুরী। এছাড়াও জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত মরহুমের দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজা শেষে আবু বকর চৌধুরীর কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইজে) ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিক্রমপুর মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরাম প্রমুখ। আবু বকর চৌধুরী ১৯৬৪ সালের ২১শে জুন জন্মগ্রহণ করেন। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠে’ যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status