দেশ বিদেশ

অপরিকল্পিত দালান আর নয়: পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার

১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১০:০৯ পূর্বাহ্ন

 গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এখন থেকে আর অপরিকল্পিত কোনো দালান নির্মাণ করতে দেয়া হবে না। গতকাল সচিবালয়ে ভূমিকম্প বিষয়ে রাজউকের ‘আরবান রেজিলেন্স প্রকল্প’ নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নতুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। পুরনো ঢাকায় ব্যাপক এরিয়াজুড়ে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কী না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে। যে ইমারতগুলো বসবাস অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার কাজ চলছে। বেশকিছু কাজ এগিয়ে গেছে, এগুলো সম্পন্ন করার পর কোনো রকম বাধা আমরা মেনে নেব না। আমরা মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, নগরীর পরিবেশ এবং পরিকল্পিত নগরী রক্ষার জন্য এসব বিল্ডিং ভেঙে ফেলার জন্য তাদের (মালিকদের) তাগিদ দেব। তারা যদি ভাঙতে না চান, আইনগতভাবে আমরা ভেঙে ফেলার উদ্যোগ নেব। আমরা যতটা জানি ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা ইতিমধ্যে হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পূর্তমন্ত্রী বলেন, অনেক জায়গায় বসবাস অনুপযোগী ইমারত আছে, সেটাকে একটা নোটিশ দেয়া হয়েছে। দেখা গেছে নোটিশটা যেভাবে হওয়া উচিত, সুনির্দিষ্টভাবে এই সুনির্দিষ্টতার কিছু অস্পষ্টতা থাকায় অনেকে আদালতের আশ্রয় নিয়েছে। বলেছে এটা ভেগ টার্ম। ফলে আদালতের বেশকিছু মামলায় স্থগিতাদেশ বা ইনজাংশন রয়েছে। এ ধরনের প্রায় ৮ হাজার মামলা আছে। সেই মামলাগুলোকে কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এ ব্যাপারে আমরা রাজউকে বসেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status