দেশ বিদেশ

ফেব্রুয়ারিতে প্রথম বিদেশ সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৫৬ পূর্বাহ্ন

দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু ভারত বন্ধুপ্রতীম প্রতিবেশী তাই আমি সম্ভবত প্রথম সফরে দিল্লি যাচ্ছি। মন্ত্রীর সফরের দিনক্ষণ জানতে চাইলে তিনি এখনই তা প্রকাশ করতে চাননি। বলেন, প্রস্তুতি শুরু হয়েছে, দ্রুতই সফরটি হবে বলে আশা করি। এদিকে অন্য কূটনৈতিক সূত্র বলছে, মন্ত্রীর সফরটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনে ঢাকা ও দিল্লি নীতিগতভাবে একমত হয়েছে। সেই সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত আলোচনার ফোরাম ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি)’র বৈঠক আয়োজনের প্রস্তুতিও শুরু করেছে উভয়ে। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সেই বৈঠকে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আসন্ন জেসিসি বৈঠক এবং নয়া পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে আলোচনায় আগামীকাল সেগুনবাগিচায় একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। আনক্লজ সভাকক্ষের সেই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্ব করার কথা রয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নেয়ার কারণ হিসেবে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে প্রথম অভিনন্দন জানিয়েছেন। তা ছাড়া নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। তাই প্রথম বিদেশ সফরে নয়া দিল্লি যাবো। এদিকে সংবাদ ব্রিফিংয়ে মানবজমিনের এক প্রশ্নের জবাবে নয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দুনিয়াও সরকারের সঙ্গে আছে। তারা সরকারকে সমর্থন দিয়ে যাবে বলেই মনে করেন তিনি। রোহিঙ্গা সংকট প্রশ্নে মন্ত্রী বলেন, এটির চটজলদি কোনো সমাধান হবে বলে মনে করেন না তিনি। তবে এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থে ঢাকা দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধানে চেষ্টা চালিয়ে যাবে। মন্ত্রী আশা করেন, ওই চেষ্টায় ভারত, চীন, রাশিয়া থাইল্যান্ডসহ এ অঞ্চলের অন্য রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ এবং অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিবসহ তার টিমের অন্যরা রাখাইন পরিস্থিতি নিয়ে সোচ্চার রয়েছেন। সেখানে যে নৃশংতা হয়েছে তার বিচারেও তারা সরব। তবে এতে বিশ্ব রাজনীতির প্রভাবশালী রাষ্ট্র বিশেষ করে নিরাপত্তা পরিষদের সদস্যদের অভিন্ন অবস্থান কামনা করেন তিনি। এ ক্ষেত্রে চীন রাশিয়ার অবস্থানে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান নয়া মন্ত্রী। বলেন, সংকট সমাধানে দেশ দুটির অবস্থান আমাদের জন্য সহায়ক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status