খেলা

ফেক ফিল্ডিংয়ে জরিমানা গুনলো রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

১৪ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রিকেটে এই প্রথম ফেক ফিল্ডিংয়ে ৫ রানের জরিমানা গুনলো কোনো দল। গতকাল রাজশাহী রংপুর ম্যাচে এই জরিমানা গুনে রাজশাহী কিংস। এমনিতেই দল ভালো করছে না। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে। গতকাল রংপুর রাইডার্সকে খুব বেশি লক্ষ্যও দিতে পারেনি তার দল। ১৩৬ রানের সেই লক্ষ্যটা আরো ছোট বানিয়ে দিলো ৫ রানের জরিমানা! মিরাজ যে কারণে জরিমানা গুনেছেন, বাংলাদেশের ক্রিকেটেই তা প্রথম। সেটি ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে। মিরাজ শাস্তি পেয়েছেন ফিল্ডিংয়ের ভান করে। আইসিসির আইনে যেটিকে বলে ফেক ফিল্ডিং। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের বলেই মিরাজ স্কয়ার লেগের দিকে ছুটে যান। বল থেকে দূরে থাকতেই স্লাইড করেন। ততক্ষণে সুইপার পজিশন থেকে দৌড়ে এসে ফিল্ডার বল কুড়িয়ে পাঠিয়ে দেন। ওই বলে ব্যাটসম্যান রাইলি রুশো ১ রান নিয়েছেন। দুই রান নিতে পারতেন কি না, মিরাজকে স্লাইড করতে দেখেই থেমে গেছেন কি না, এ নিয়ে তর্ক হতে পারে। তবে আম্পায়ারের মনে হয়েছে, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতেই মিরাজ ফেক ফিল্ডিং করেছেন। নিয়ম অনুযায়ী যার শাস্তি ৫ রান। রংপুর রাইডার্সের স্কোরকার্ডে অতিরিক্ত খাতের পাশে লেখাও হয়ে গেছে সেই রান।
২০১৭ সালের সেপ্টেম্বরে আইসিসি এই আইনটি পাস করে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি এর আগে আইনটি অনুমোদন করেছিল। ক্রিকেট আইনের ৪১.৫ ধারা অনুযায়ী ফিল্ডিংয়ের ভান করার শাস্তি রাখা হয় ৫ রানের জরিমানা। বল টেম্পারিংয়ের জরিমানাও ৫ রান। মাঠের মধ্যে সর্বোচ্চ শাস্তির বিধানটি ফেক ফিল্ডিংয়ের জন্যও বরাদ্দ করা হয়েছে। এর থেকে বোঝা যায়, এ ধরনের অপরাধকে আইসিসি বা এমসিসি কত বড় অন্যায় হিসেবে দেখে। আইনটি পাস হওয়ার পর পরই অবশ্য পক্ষে-বিপক্ষে বেশ তর্ক হয়েছে। ম্যাচ শেষে ঘটনার ব্যাখ্যায় মিরাজ বলেন, হ্যাঁ এটা (নিয়ম) জানতাম। ওটা আসলে আমার ভুল হয়ে গেছে। ওই সময় মাথায় নানা কিছু কাজ করে। আমাকে বল আটকাতে হবে। কীভাবে কী করবো বুঝতে পারছিলাম না, বল একটু ঘুরে ছিল। এ কারণে ফলম ডাইভ দিয়েছি।
ফেক ফিল্ডিংয়ের শাস্তি দেয়ার ক্ষেত্রে এই একটাই বড় ফাঁক থেকে যায়। ফিল্ডার যা করছেন, তা ইচ্ছাকৃত না কি অনিচ্ছাকৃত, অনেক সময়ই তা অস্পষ্ট হতে পারে। তবে এই আইনে সাজা পেয়েছিল প্রথম যে দল, তারা নিজেরাই আইনটির পক্ষে বলেছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া জেএলটি ওয়ানডে কাপে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে কুইন্সল্যান্ডকে এই শাস্তি পেতে হয়। তবে কুইন্সল্যান্ডের ওপেনার ম্যাথু রেনশ ব্যাটসম্যানদের দৃষ্টিকোন থেকে আইনটি যথার্থ বলে মন্তব্য করেন। ক্রিকেটীয় চেতনা-বিরোধী এই কাজটি থামানোর জন্যই এমসিসি ৪১.৫ ধারা পাস করেন। যেটি মক ফিল্ডিং বা ফেক ফিল্ডিংয়ের শাস্তি নামে পরিচিত। তবে, মিরাজ এই শাস্তি পাওয়ার পর তার দল শেষ পর্যন্ত জিতেছে। তবে, শেষ ওভারের নাটকীয়তা যেভাবে জমে উঠেছিল, একটুর জন্য ম্যাচটা হেরে গেলে এই ৫ রান নিয়ে রাজশাহী অধিনায়কের আফসোসের শেষ থাকতো না!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status