খেলা

পিএসজির জয়ে অন্য আলোচনায় নেইমার

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

ফ্রেঞ্চ লীগ ওয়ানে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে অ্যামিয়েঁকে ৩-০ গোলে হারায় লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। অ্যামিয়েঁর মাঠ স্তাদি দে লা লিক্রোতে প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। যদিও  ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে ছিল পিএসজির। এই ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে একাদশে রাখেননি পিএসজি কোচ টমাস টুকেল। আর ম্যাচ শেষে পিএসজির জার্মান কোচ বলেন, ‘নেইমার খুবই ক্লান্ত। তাই তাকে বিশ্রামে রেখেছি।’ সাবেক ক্লাব বার্সেলোনাতে ফিরতে চান নেইমার- ক’দিন ধরে এই সংবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। স্প্যানিশ গণমাধ্যম জানায়, বার্সেলোনায় ফেরার জন্য আকুল নেইমার তার পিতার মাধ্যমে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ পাঁচবার টেলিফোনে যোগাযোগ করেছেন। তার পিতা নেইমার সান্তোস সিনিয়র বার্সেলোনা সভাপতি বারতেমেউয়ের সঙ্গে সরাসরি ফোনালাপ করেছেন। গতকাল বিষয়টি উঠে আসে বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দের সামনেও। যদিও নেইমারের বার্সেলোনায় প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে ভালভার্দের মন্তব্যটা ভিন্ন। চলতি মাসেই একজন নতুন স্ট্রাইকার দলভুক্ত করতে পারেন বার্সেলোনা কোচ ভালভার্দে। তবে ভালভার্দে বলেন,  নেইমারের ফোন করার প্রশ্ন নেই। আমাকে কেউই ফোন করেনি। সে একজন গ্রেট খেলোয়াড়। কিন্তু এখন সে অন্য ক্লাবে রয়েছে। এ নিয়ে তাই আর কিছু বলার নেই। শনিবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অ্যামিয়েঁর বিপক্ষে গোল পেতে পিএসজির অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট পর্যন্ত। ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এডিনসন কাভানি। ডি বক্সের ভেতরে হ্যান্ডবল করে বসেন অ্যামিয়েঁর মিডফিল্ডার অ্যালেক্সিস ব্লিন। ম্যাচের ৬৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় অ্যামিয়েঁ। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার খালেদ আদেনন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির জার্সিতে চলতি মৌসুমে সকল ধরনের প্রতিযোগিতায় ১৭ গোল পেলেন এই ফরাসি তরুণ স্ট্রাইকার। আর ১৪ গোল নিয়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পেই। পিএসজির হয়ে ম্যাচের ৭৯তম মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহোস। চলতি লীগ ওয়ানে ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার শীর্ষে গত ছয় আসরে পাঁচবারের চ্যাম্পিয়ন পিএসজি। দুই ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিল। ২০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে থেকে অবনমনের পথে অ্যামিয়েঁ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status