বিশ্বজমিন

দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

মানবজমিন ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের প্রায় সবক’টিকেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
সানা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক বিমানবন্দরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এতে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি। বার্তা সংস্থাটির সমপ্রচার করা ভিডিওতে দেখা যায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে। একটি ভিডিওতে শব্দও শোনা যায়। সিরিয়ায় ইরানের প্রভাব কমাতে প্রায়ই দেশটিতে বিমান হামলা চালিয়ে থাকে ইসরাইল। ২০১১ সাল থেকে চলা সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সব ধরনের সমর্থন দিয়ে আসছে ইরান। তবে ইসরাইল সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর এ উপস্থিতিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করে থাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status