খেলা

ভারতকে থামিয়ে অস্ট্রেলিয়ার ১০০০তম জয়

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারত। সীমিত ওভারের শুরুতে ধাক্কা খেলো। গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে সব ফরমেট মিলিয়ে ১০০০তম জয়ের মাইলফলকে পৌঁছায় অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৫৪ রান করতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। বৃথাই যায় ওপেনার রোহিত শর্মার ১৩৩ রানের ইনিংস। ওয়ানডেতে ভারতের হয়ে ২২তম সেঞ্চুরি করে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পাশে নাম লেখান রোহিত। তার সামনে রয়েছেন কোহলি (৩৮টি) ও শচীন টেন্ডুলকার (৪৯)। মহেন্দ্র সিং ধোনির অসাধারণ কীর্তিও ম্লান হয়ে যায় দলের পরাজয়ে। ভারতের হয়ে পঞ্চম ও বিশ্বের ১২তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি। ম্যাচসেরার পুরস্কার জেতেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেটের নৈপুণ্য দেখানো অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন। ওয়ানডে সিরিজে বিশ্রাম পাওয়া পেস ত্রয়ী মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউডের অনুপস্থিতি বুঝতে দেননি রিচার্ডসনরা। ভারতের হয়ে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক থেকে ১ রান দূরে ছিলেন ধোনি। অর্ধশতক করে ব্যক্তিগত ৫১ রানে (৯৬ বল) থামেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ধোনির আগে ভারতের হয়ে ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেন টেন্ডুলকার, গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও কোহলি। এ ম্যাচের আগে অবশ্য ধোনির নামের পাশে ছিল ১০১৭৩ ওয়ানডে রান। বাড়তি ১৭৪ রান করেছিলেন ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে। এদিন রিচার্ডসন-বেহরেনডর্ফের বোলিং তোপে শুরুতেই একে একে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান (০), কোহলি (৩) ও আম্বাতি রাইদু (০)। স্কোরবোর্ডে ৪ রান তুলতেই ৩ উইকেট খোয়ায় ভারত। প্রথম দশ ওভারে সংগ্রহ দাঁড়ায় মাত্র ২১ রান। ওয়ানডেতে প্রথম পাওয়ার প্লে’তে ভারত এর চেয়ে কম রান করেছিল ধর্মশালায় ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন রোহিত ও ধোনি। শেষদিকে ব্যক্তিগত ২৯ রানে অপরাজিত থাকেন পেসার ভুবনেশ্বর কুমার। বল হাতে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে ১০ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট পূর্ণ করেন রিচার্ডসন। দুইটি করে উইকেট নেন স্টইনিস ও ওয়ানডে অভিষিক্ত বেহরেনডর্ফ। ২০১০ সালের পর ওয়ানডে দলে ফেরা পিটার সিডল নেন ১ উইকেট। এই সিরিজে বিশ্রামে থাকা জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভোগায় ভারতকে। শেষ ১০ ওভারে ৯৩ রান তোলে অস্ট্রেলিয়া। এরই সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৮৮/৫। অর্ধশতক করেন উসমান খাজা (৫৯), শন মার্শ (৫৪) ও পিটার হ্যান্ডসকম্ব (৭৩)। অপরাজিত থাকেন স্টইনিস (৪৭*) ও ম্যাক্সওয়েল (১১*)। সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আগামী ১৫ই জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত প্রথম ওয়ানডে
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া: ২৮৮/৫ (হ্যান্ডসকম্ব ৭৩, খাজা ৫৯, শন মার্শ ৫৪, কুলদীপ ২/৫৪, ভুবনেশ্বর ২/৬৬, জাদেজা ১/৪৮)।
ভারত: ২৫৪/৯ (রোহিত শর্মা ১৩৩, ধোনি ৫১, ভুবনেশ্বর ২৯*, রিচার্ডসন ৪/২৬, বেহরেনডর্ফ ২/৩৯, স্টইনিস ২/৬৬)।
ফল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী
ম্যাচসেরা: ঝাই রিচার্ডসন
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status