খেলা

বার্সেলোনায় ফিরতে আকুল নেইমার

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:২০ পূর্বাহ্ন

নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে আকুল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এজন্য পিতার মাধ্যমে বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ পাঁচবার টেলিফোনে যোগাযোগ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এমন খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল মুন্ডে। নেইমারের বাবা বার্সেলোনা ক্লাবের সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউর সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করেছেন। এল মুন্ডে জানায়, গত মৌসুমের শেষের দিক থেকেই বার্সেলোনার সঙ্গে নেইমারের পিতার যোগাযোগ আরম্ভ হয়। এই যোগাযোগ সমপ্রতি আরো জোরদার হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।   
খবরে বলা হয়, বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে মোটেও খুশি নন নেইমার। প্যারিসে যোগ দিয়েই সতীর্থ এডিসন কাভানির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় নেইমারের। ম্যাচে পেনাল্টি কে নেবেন সেটা নিয়েও বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়ান নেইমার-কাভানি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিতা  নেইমার সান্তোস সিনিয়র বলেন, পিএসজির মধ্যে আমি কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না। নেইমারের বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে নেইমার খুবই হতাশ এবং অনুতপ্ত। পিএসজির যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে। বার্সেলোনা থেকে ২০১৭ মৌসুমে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি দেন নেইমার। ২০২২ সাল পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। চুক্তি অনুসারে নেইমার প্রতি বছর ৪০ মিলিয়ন ইউরো পাবেন ক্লাব থেকে। এদিকে নেইমার, এমবাপ্পেকে মোটা অঙ্কের চুক্তিতে দলে ভিড়িয়ে বিপাকে আছে প্যারিস সেইন্ট জার্মেই। ইউয়েফার ‘ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’ অনুসারে কোনো ক্লাব সেই পরিমাণ অর্থ খরচ করতে পারবে, যে পরিমাণ অর্থ ক্লাব আয় করে। কিন্তু এটা না মেনেই সপন্সর থেকে প্রাপ্ত বিশাল অঙ্কের টাকা খরচ করেছে ফরাসি ক্লাবটি। সমপ্রতি ইউয়েফাও এ ব্যাপারে সতর্ক করেছে পিএসজিকে। আর ফিন্যানশিয়াল ফেরার প্লে নীতি না মানলে পিএসজির কপালে জুটতে পারে নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে ইউয়েফার সকল প্রকার প্রতিযোগিতা থেকে বাদ পড়বে পিএসজি। এমন নিষেধাজ্ঞা থেকে বাঁচার একমাত্র উপায় দল থেকে কাউকে বিক্রি করে দেয়া। আয়-ব্যয়ের এই বিশাল ফারাকে ভারসাম্য আনতে অন্য কোনো উপায় নেই পিএসজির হাতে। অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে নেইমারের করা মামলার শুনানি আগামী ৩১শে জানুয়ারি। বার্সেলোনার সঙ্গে চুক্তি অনুসারে বোনাসের ৩০ মিলিয়ন ইউরো না পাওয়ার কারণে এর আগে স্পেনের আদালতে মামলা করেন নেইমারের বাবা। স্প্যানিশ মিডিয়া জানায়, ১৪২ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহোকে পিএসজির কাছে বিক্রি করে দিতে চায় বার্সা। বিনিময়ে নেইমারকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনতে চায় তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status