এক্সক্লুসিভ

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স-নওফেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:০৯ পূর্বাহ্ন

শিক্ষাখাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নওফেল বলেন, চট্টগ্রামে সরকারি স্কুল-কলেজগুলোর অবকাঠামো উন্নয়নসহ আসন বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব।

নগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নওফেল আমাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা সবসময় তার পাশে থাকব।

মতবিনিময়কালে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সমপাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক জাকারিয়া দস্তগীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এম এ আজিজের কবর জিয়ারত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status