বাংলারজমিন

গোলাপগঞ্জে নদী ভাঙনের কবলে ১৬টি গ্রাম

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৮:১৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠানসহ কৃষকের ফসলী জমি। বিগত কয়েক বছর থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ১৬টি গ্রামের সবক’টিই আক্রান্ত। এরই মধ্যে কালিজুরী, বহরগ্রাম, বাণীগ্রাম, বাগিরঘাট, চন্দরপুর ও লামা চন্দরপুরের প্রায় শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কালিজুরী ছত্রিশ গ্রামের প্রায় অর্ধশত, বুধবারীবাজারের বেশ ক’টি দোকান, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের রাস্তা এবং বাগিরঘাট গ্রামের একমাত্র চলাচলের রাস্তার অনেকাংশ নদী গর্ভে বিলীন হয়ে যানবাহন ও জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিয়টি স্থানীয় উপজেলা প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো কাজের কাজ না হওয়াতে স্থানীয় লোকজন  হতাশায় ভুগছেন। পানি উন্নয়ন বোর্ড ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করলে ইউনিয়নের উল্লিখিত স্থান গুলোর অস্তিত্ব হারাবে বলে ধারণা করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status