বাংলারজমিন

সিলেটে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জাতীয় হিফ্‌জ প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ৭:০৬ পূর্বাহ্ন

ব্যতিক্রম আয়োজনে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের উদ্যোগে ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৮’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্বে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের সুরে সুরে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে হিফজের ক্ষুদে শিক্ষার্থীরা। কোরআনের সুরলহরি প্রাণে প্রাণে সাড়া জাগায়, উচ্ছ্বসিত করে হাফিজিয়া মাদরাসার ছাত্র, শিক্ষকসহ উপস্থিত সুধীমণ্ডলীকে। বিশিষ্ট আলোচক ও উপস্থাপক মাওলানা বেলাল আহমদের উপস্থাপনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জ উ ম আবদুল মুনঈম মন্‌জলালী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, এমএইচ স্কুল অব এক্সেলেন্সের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, ভাদেশ্বর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবদুল কাইয়ূম, ফুলতলী লতিফিয়া এতীমখানা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক হাফিজ আশিকুর রহমান, গোলাবশাহ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ তাজুল ইসলাম, গিয়াসনগর হাফিজিয়া মাদরাসা, মৌলভীবাজার এর শিক্ষক হাফিজ আবদুর রশিদ, মুসলিমাবাদ হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ ফাতির আহমদ, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ প্রমুখ। সম্মানিত পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র.) ডিএস পনাউল্লাবাজার হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মো. আবদুল কাদির, খাশিলা শফিকুল ইসলাম হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মো. সৈয়দুর রহমান, কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদরাসা দ. সুরমা হাফিজ মো. আবদুন নূর ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসা বিভাগের শিক্ষক হাফিজ আবু সাঈদ মো. সেলিম। উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে বাছাই শেষে জাতীয় পর্যায়ে ৪টি স্তরে ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ীরা হলেন- হিফজ ইবতেদায়ী স্তরে প্রথম স্থান: মো. মুস্তাকিম আহমদ (শহিদ গুলজার আলম দারুচ্ছুন্নাহ মাদরাসা, বিশ্বনাথ, সিলেট), ২য় স্থান: সেলিম আহমদ (তানজিমুস সুন্নাহ ও এতিমখানা, বাদেশ্বরী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: রুহুল আমীন (মমরুজপুর হাফিজিয়া মাদরাসা, মৌলভীবাজার)। হিফজ মাধ্যমিক স্তরে প্রথম
স্থান: মুনজির আবদুস সামী (মনজলাল দারুল হিফজ ও দারুল কোরআন মাদরাসা, দক্ষিণ সুরমা, সিলেট), ২য় স্থান: গোলাম ছবুর নূর বখত (লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা, পাঠানটুলা, সিলেট), তৃতীয় স্থান: মুক্তাদির আহমদ (ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ)। হিফজ উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান: হাসান আহমদ (ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ), দ্বিতীয় স্থান: সৈয়দ নাদের হোসেন (খায়রুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদরাসা, সিচনী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: মো. তায়েল আহমদ (হযরত শাহজালাল (র.) ডি এস পনাউল্লাবাজার হাফিজিয়া মাদরাসা, বিশ্বনাথ, সিলেট)। হিফজ তাকমীল স্তরে প্রথম স্থান: আজিজুর রহমান মনজু (খায়রুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদরাসা, সিচনী, দক্ষিণ সুনামগঞ্জ), দ্বিতীয় স্থান: মতিউর রহমান রিদওয়ান (তানজিমুস সুন্নাহ ও এতিমখানা, বাদেশ্বরী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: মো. মাহিম আহমদ (হযরত গোলাবশাহ হাফিজিয়া মাদরাসা, বিয়ানীবাজার, সিলেট)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status