বিনোদন

চাষী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৪:২৭ পূর্বাহ্ন

আজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। গুণী এই নির্মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকাল ৩টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ২০১৫ সালের ১১ই জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছরের কিছু বেশি। ১৯৪১ সালের ২৩শে অক্টোবর বিক্রমপুর শ্রীনগর থানার সমষপুর গ্রামে চাষী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ এর পরিচালক তিনি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। এরপর তিনি বেশকিছু মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণ করেন। এছাড়া সাহিত্যনির্ভর ছবিও তিনি বড় পর্দায় এনেছেন। জীবদ্দশায় তিনি ৩৫টির মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবিগুলো দর্শকমহলে বেশ প্রশংসা পায়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status