খেলা

নতুন বছরে চমক থাকছে ভলিবলে

স্পোর্টস রিপোর্টার

১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৪৯ পূর্বাহ্ন

নতুন বছরে বেশ কিছু টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এসবের মধ্যে থাকছে স্কুল ভলিবল। জাতীয়ভাবে প্রথমবারের মতো স্কুল ভলিবল চ্যাম্পিয়শিপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন। বরাবরের মতো থাকছে জাতির জনকের নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এছাড়া যুব ভলিবল টুর্নামেন্ট ও জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। গতকাল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সঙ্গে এক সভা শেষে এসব তথ্য দেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।  
আগামী মাসে ঢাকা মহানগরীর বেশ কয়টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত হবে মহানগর স্কুল ভলিবল টুর্নামেন্ট। নতুন খেলোয়াড় তৈরিতে এই প্রতিযোগিতা সহায়তা করবে বলে বিশ্বাস ফেডারেশনের। এছাড়া মার্চে ঢাকায় আয়োজন করা হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের। যেখানে আটটি দেশ অংশ নেবে। বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে হংকং, আরব আমিরাত, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও থাইল্যান্ড। ইতিমধ্যে সম্মতি আদায়ের জন্য দেশগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এপ্রিলের প্রথম দিকে শুরু হবে যুব ভলিবল টুর্নামেন্ট। যেখানে দেশের যুব খেলোয়াড়রা অংশ নেবেন। বিশেষ করে জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের অন্যতম পাইপলাইন হিসেবে ব্যবহৃত হবে এ টুর্নামেন্ট। এছাড়া দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপ করা হবে। একটি জাতীয় স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। যার নামকরণ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে। আর সিনিয়রদের নিয়ে অনুষ্ঠিতব্য জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের নামকরণ হবে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের নামে। এসব নিয়ে মিকু বলেন, ‘সবগুলো টুর্নামেন্টই প্রস্তাবিত আকারে রয়েছে। তাছাড়া শেখ কামাল ও শেখ রাসেলের নামে টুর্নামেন্ট করতে হলে অনুমতির প্রয়োজন। প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে। তাই সবকিছু ঠিক করার আগে আরও দুয়েকবার আমরা সভায় বসতে চাই। তারপর সব ঠিক থাকলে একে একে টুর্নামেন্টগুলো মাঠে গড়াবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status