খেলা

টি-টোয়েন্টিতে অপেক্ষা বাড়লো নিশামের

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

 দেড় বছর পর ওয়ানডে ম্যাচে প্রত্যাবর্তনেই এক ওভারে টানা পাঁচ ছক্কার ঝলক দেখান জেমস নিশাম। আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলেও ডাক পান এই অলরাউন্ডার। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে তার ঝড়ো ব্যাটিং মিস করবেন দর্শকরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একমাত্র টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী নিশাম। একমাত্র টি-টোয়েন্টিতে দু’দল মুখোমুখি হচ্ছে আজ। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়। তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৭ সালের জানুয়ারিতে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে। নেলসনে তৃতীয় ওয়ানডেতে ১১৫ রানের দাপুটে জয়ের দিনে চোট পান নিশাম। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সিরিজে ১২৩ রান করার পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট। প্রথম ওয়ানডেতে খেলেন ১৩ বলে ৪৭ রানের টর্নেডো ইনিংস। বোলিংয়ে নেন ৩ উইকেট। পরের ম্যাচে রানআউট হওয়ার আগে করেন ৩৭ বলে ৬৪ রান। উইকেট পান ২টি। আর শেষ ম্যাচে ৬ বলে ১২ রানে অপরাজিত থাকার পর উইকেট নেন ১টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status