বিনোদন

জমে উঠেছে পরিচালক সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার

১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৭:৫১ পূর্বাহ্ন

এবার বিএফডিসিতে নির্বাচনের হাওয়া লেগেছে। আগামী ২৫শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এরই মধ্যে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা মনোনয়নপত্র কেনা শুরু করেছেন। পরিচালকরা প্রায় প্রতিদিনই সকাল থেকেই এফডিসিতে যাওয়া-আসা শুরু করেছেন। প্রায়ই প্রতিদিনই এফডিসির ক্যান্টিন ও পরিচালক সমিতির সামনে চলছে নির্বাচনী আড্ডা। প্রতিদিনই সাধারণ ভোটারদের সরব উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করবেন বলে জানা যায়। একটি চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। আরেকটি চলচ্চিত্র নির্মাতা বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। এ ছাড়া শোনা যাচ্ছে, মহাসচিব পদে পরিচালক সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সবশেষ (২০১৭-২০১৮) নির্বাচনে গুলজার-খোকন নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে কারা চূড়ান্ত প্রার্থী হচ্ছেন তা জানা যাবে শনিবার তালিকা জমা দেয়ার পর। আগামী ১৮ই জানুয়ারি সমিতির সব পরিচালককে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আর ২৫শে জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ীরা ২০১৯-২০২০ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব গ্রহণ করবেন। নির্মাতা শাহ আলম কিরণ জানান, এবার পরিচালক সমিতির নির্বাচনে ৩৬১ জন পরিচালক ভোট প্রদান করবেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status