বাংলারজমিন

কিশোরগঞ্জে জয় হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৭:২৬ পূর্বাহ্ন

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের আউলিয়াপাড়া এলাকার আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী মেহেদী হাসান জয় হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে অবিলম্বে জয় হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি জানানো হয়। এ সময় ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত মেহেদী হাসান জয়ের বাবা কাঞ্চন মিয়া। সংক্ষিপ্ত মানববন্ধন শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। পরিবার ও স্বজনেরা জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এখলাস উদ্দিনের কাছে মেহেদী হাসান জয় প্রাইভেট পড়তে গিয়েছিল। সকাল সোয়া ৮টার দিকে জয়কে বিদ্যালয় প্রাঙ্গণে পেয়ে দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন এবং তার দুই সহযোগী রিয়েল ও তারেক তার উপর হামলা চালায়। এ সময় তারা ছুরিকাঘাতে জয়কে হত্যা করে। এছাড়া হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক এখলাস উদ্দিন ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত সাব্বির হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা কাঞ্চন মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের মধ্যে তারেককে পুলিশ গ্রেপ্তার করেছে এবং রিয়েল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছে। এছাড়া সাব্বিরকে ধরতে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। সহসাই তাকে গ্রেপ্তার করা যাবে বলে ওসি মো. আবুবকর সিদ্দিক আশা প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status