বিনোদন

চলে গেলেন কাদের খান

বিনোদন ডেস্ক

২ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:১৮ পূর্বাহ্ন

চলে গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা কাদের খান (ইন্নানিল্লাহি...রাজিউন)। গতকাল ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। শ্বাসকষ্টসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ১৭ দিন ধরে কানাডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা। কাদের খান খলনায়ক হিসেবে যেমন তুখোড় ছিলেন, তেমনি পরে কমেডি অভিনেতা হিসেবেও আকাশছোঁয়া সফলতা পান। প্রায় তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন, সংলাপ লিখেছেন প্রায় ২৫০টি ছবির। চিত্রনাট্যকার হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। গত ৩০শে ডিসেম্বর তার মৃত্যু নিয়ে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। পরে তার ছেলে নিশ্চিত করেন তিনি বেঁচে রয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত গুজবই সত্যি হলো। চলেই গেলেন এ অভিনেতা। ১৯৩৭ সালের ২২শে অক্টোবর কাবুলে জন্ম অভিনেতা কাদের খানের।

সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে প্রথমে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি থিয়েটারের
জন্য স্ক্রিপ্ট লিখতেন, অভিনয়ও করতেন। রুপালি জগতে প্রবেশ অভিনেতা দিলীপ কুমারের হাত ধরে। ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে তার প্রথম অভিনীত ছবি ‘দাগ’ মুক্তি পায়। ১৯৭০ সাল থেকে ১৯৮০ পর্যন্ত একাধিক বলিউডের ছবিতে স্ক্রিপ্ট রাইটারের কাজ করেছেন তিনি। রাজেশ খান্না, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন থেকে অনিল কাপুর, গোবিন্দ, সালমান খান, অর্জুন কাপুরসহ বলিউডের প্রায় সমস্ত অভিনেতার সঙ্গেই তার কাজ করার রেকর্ড রয়েছে। তার অভিনীত শেষ ছবি ‘হো গ্যায়া হ্যায় দিমাগ কা দহি’। কাদের খান অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দাগ’, ‘বেনাম’, ‘খুন পাসিনা’, ‘মুক্তি’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘লুটমার’, ‘কুরবানি’, ‘লাওয়ারিশ’, ‘নসিব’, ‘কালিয়া’, ‘পেয়ার কা দেবতা’, ‘বিবি হো তো এসি’, ‘নাগিন অউর লুটেরা’, ‘দৌলত কি জং’, ‘আঙ্গার’, ‘হামসকল’, ‘আশিক আওয়ারা’, ‘রাজাবাবু’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘বীর’, ‘ইয়ারানা’, ‘নসিব’, ‘সানাম’, ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’, ‘অন্তরঙ্গ’ প্রভৃতি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status