এক্সক্লুসিভ

‘একটি ভোটও পাননি যে প্রার্থী’

স্টাফ রিপোর্টার

১ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থীর বিচিত্র এক অভিজ্ঞতা হলো। তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণা চালিয়েছেন সমানতালে। পোস্টার ব্যানারও লাগিয়েছিলেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলও করেছেন। ভোটের দিন তাকে ভোটও দিয়েছেন অনেকে। কিন্তু সন্ধ্যায় ফলাফলে দেখা গেছে তার পক্ষে কোনো ভোটই পড়েনি। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলে তিনি কোনো ভোটই পান নি। হতভাগা এই প্রার্থী হলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। এ বিষয়ে রুমী গতকাল মানবজমিনকে বলেন, পাশের এলাকার ভোটার হওয়ায় আমি আমার নিজের ভোটটি প্রদান করতে পারিনি। তবে, আমার অধিক সংখ্যক অত্মীয়-স্বজনেরা এই আসনের ভোটার হওয়ায় তারা আমাকে ভোট দিয়েছেন। আমার নেতাকর্মীরাও ভোট দিয়েছেন। কিন্তু ভোট গণনা শেষে ফলাফল দেখে আমরা সবাই হতাশ। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, তাদের ভোটগুলো কোথায় গেল? সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী বলেন, আমি সবসময় এলাকার জলাবদ্ধতা, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করেছি। ভোটের দিনও আমার কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছিলাম। এইসব নানা বিষয়ের জন্য প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে আমার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status