অনলাইন

আজাদের পক্ষে একাট্টা আড়াইহাজার বিএনপি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৬:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার থানা বিএনপির সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। উপজেলার ইলুমদী এলাকায় থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে একাত্মতা ঘোষণা করেন।

এসময় নজরুল ইসলাম আজাদ বলেন, ৩০শে ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্র পাহাড়া দিবেন। আওয়ামী লীগের ভোট নেই। তাই তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আপনারা কোন প্রকার সহিংসতায় জড়াবেন না। তবে আপনাদের ওপর আঘাত করা হলে তা প্রতিরোধ করবেন মাত্র। আমরা রাষ্ট্রক্ষমতায় আসলে প্রতিহিংসামূলক কোন রাজনীতিই করব না। প্রয়াত এএম বদরুজ্জামান খসরুর কবর জিয়ারতসহ স্থানীয় বেশ কিছু প্রয়াত নেতার কবর জিয়ারতের পর নির্বাচনি প্রচারণায় নেমেছি। আমাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। আড়াইহাজার বিএনপির রাজনীতি টিকিয়ে রেখেছেন খসরু ভাই। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আওয়ামী লীগ মানুষকে সম্মান দিতে জানে না। সম্মানি ব্যাক্তিদের সম্মান দিতে হয়। আমি আড়াইহাজারবাসীকে উপযুক্ত সম্মান দেব।

তিনি আরো বলেন, আপনারা ধানের শীষের সম্মান রাখবেন। ধানের শীষ প্রতীক আপনাদের হাতে তুলে দিলাম। এর সম্মান আপনাদের রাখতে হবে। তিনি আরও বলেন, মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেতে হলে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। সারাদেশ আজ কারাগারে পরিণত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সুমন বলেন, আমাদের নজরুল ইসলাম আমাদের “সেনাপতি”। তিনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন, আমরা সেভাবে মাঠে কাজ করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার আমানত। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে সরকার সাজানো মামলায় কারাবন্দি করে রেখেছে। তিনি বলেন, ধানের শীষের জয় মানেই খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া দেশের নারী উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন করেছেন। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৩০শে ডিসেম্বর ভোট বিল্পবের মাধ্যমে আমাদের বিজয় নিয়ে ফিরতে হবে। আমরা সরকার গঠন করলে আওয়ামী লীগকে বন্ধু হিসেবে কাছে টেনে নেব। জনগণের কোন আমানতের খেয়ানত করব না। দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব।

থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাসেম ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, ঐক্যফ্রন্টের কৃষকশ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোকন জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ হাসান রাজন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালামত চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, আড়াইহাজার মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, আড়াইহাজার পৌরসভা যুবদলের আহবায়ক ভিপি কবির হোসেন, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক জহির, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি হোসেন আলী, হাইজাদী ইউনিয়ন বিএনপির নেতা হাসান আলী বেপারী প্রমুখ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status