অনলাইন

বরগুনা-২

আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত

বরগুনা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৫:৪৮ পূর্বাহ্ন

বরগুনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে রয়েছে পোস্টার ছেঁড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী গোলাম সরোয়ার হিরু নির্বাচনী সমন্বয়কারী আবুল কালাম এই অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজ বুধবার বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে শুরু হয় তদন্ত। তদন্ত টিমের অন্য সদস্য হলেন বরগুনা জেলার সহকারী জজ সঞ্জয় পাল।

তদন্ত টিম জানায়, বরগুনা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী গোলাম সরোয়ার হিরুর নির্বাচনী পোস্টার ছেঁড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে পরে পদক্ষেপ নেয়া হবে।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম সরোয়ার হিরু বলেন, রিমনের লোকজন আমার পোস্টার ছিঁড়েছে ও নির্বাচরণী আচরণ বিধি লঙ্ঘন করেছে। এ বিষয়ে আমার নির্বাচনী সমন্বয়কারী আবুল কালাম নির্বাচনী তদন্ত কমিটিকে লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, পোস্টার ছেঁড়া এবং আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ভুয়া ও বানোয়াট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status