অনলাইন

বাংলাদেশে বাসরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

কূটনৈতিক রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৫:৩৯ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ র‌্যালি থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ থাকা দেশটির নাগরিকদের ফের সতর্ক করেছে বৃটেন। সাম্প্রতিক সময়ে নির্বাচনী সভা-সমাবেশে বাধাবিঘœসহ মাঠ পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন করে আজ সতর্কবার্তা জারি করেছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। নিজ দেশের নাগরিকদের উদ্দেশে তারা বলছে, ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র‌্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা যুক্ত রয়েছে। এ অবস্থায় বৃটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ র‌্যালিসহ বড় জনসমাগম স্থান এড়িয়ে চলতে উপদেশ দেয়া হল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status