অনলাইন

ভেড়ামারায় বোমা হামলার ঘটনায় ৮৬ জনের বিরুদ্ধে মামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৪:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মহাজোট মনোনীত প্রার্থী হাসানুল হক ইনু’র মিছিলে বোমা হামলার ঘটনায় ৮৬ জন কে আসামী করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই ভেড়ামারা থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বোমা হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার ৩ নং ব্রীজ এলাকা থেকে কুষ্টিয় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের নেতৃত্বে নৌকা এবং হাসানুল হক ইনু’র পক্ষে মিছিল বের হয়। মিছিলটি নওদাপাড়া এলাকার ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ২টি বোমার বিস্ফোরন ঘটে। এতে আহত হয় কমপক্ষে ৮ জন। আহতরা হলেন ভেড়ামারার কাচারীপাড়া গ্রামের শাহিন আলীর পুত্র সাব্বির (২৪), চাঁদগ্রাম এলাকার বসির উদ্দীনের পুত্র রাজিব (২২), ঈদগা পাড়ার সারেফার পুত্র মারুফ (২২), বামনপাড়ার হামিদুল ইসলামের পুত্র আকাশ (২৩)। এ সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিস্ফোরিত বোমা এবং ১টি অবিস্ফোরিত বোমা’র আলামত জব্দ করেছে।

ভেড়ামারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আননুর জায়েদ জানিয়েছেন, নৌকার মিছিলে বোমা হামলার ঘটনায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১০৯/১১৪/৩৪ পিসি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় ৮৬ জনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। মামলার বাদী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী। তিনি জানান, আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন জানিয়েছেন, নৌকার মিছিলে বোমা হামলার ঘটনাটি পরিকল্পিত। মহাজোট মনোনীত প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েছে নির্বাচনী প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status