বিশ্বজমিন

হঠাৎ প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং!

মানবজমিন ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১১:০৮ পূর্বাহ্ন

নিজেকে হঠাৎ প্রধানমন্ত্রীই শুধু বললেন না ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি নিজেকে একজন হঠাৎ অর্থমন্ত্রী হিসেবেও বর্ণনা করেছেন। তার উত্তরসুরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে কটাক্ষ করে তিনি বললেন, মিডিয়ার সঙ্গে কথা বলতে কখনো তিনি ভীত ছিলেন না। নিজের লেখা বই ‘চেঞ্জিং ইন্ডিয়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন মনমোহন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়া।

ড. মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (ইউপিএ) সরকারের ১০ বছরের রাজত্বের সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, জনগণ বলে আমি একজন নীরব প্রধানমন্ত্রী ছিলাম। আমি মনে করি এ বইটি নিজেই কথা বলবে। আমি নিয়মিত মিডিয়ার সঙ্গে কথা বলেছি। প্রতিটি বিদেশ সফরে কথা বলেছি। বিদেশ থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেছি।

ড. মনমোহন সিং ২০০৫ সালের একটি ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ওই সময় ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হলো। কিন্তু আমার কর্মকর্তারা আমাকে সেখানে বক্তব্য না রাখার পরামর্শ দিলেন। বলা হলো কর্মকর্তারা নার্ভাস ছিলেন। তা সত্ত্বেও ওই সংবাদ সম্মেলন হলো সফলভাবে। আক্ষরিকভাবে ওই সংবাদ সম্মেলনের রেকর্ড প্রকাশিত হয়েছে এই বইয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status