প্রথম পাতা

মিরপুরে আওয়ামী লীগ অফিসে গুলি, মাগুরায় ককটেল বিস্ফোরণ

ভেড়ামারায় নৌকার মিছিলে বোমা হামলা

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ২:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় নৌকার মিছিলে বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছে ৭ জন। অপরদিকে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের অফিসে হামলা ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। মাগুরায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিন জন। তিনটি ঘটনাই ঘটেছে মঙ্গলবার রাতে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, রাত আটটায় ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হকের পক্ষে নৌকার মিছিলে বোমা হামলার ঘটনা ঘটে। এতে সাত জন আহত হয়। এর মধ্যে ৪ জনকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ সিংহ রায় রায় হাসানুল হক ইনুর মার্কা নৌকার মিছিল নিয়ে তার সমর্থকরা ভেড়ামারা নওদা পাড়া এলাকায় গেলে সেখানে বোমা হামলা চালানো হয়। ভেড়ামারা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রাজধানীর ঘটনাটি ঘটে ঢাকা- ১৫ আসনের মোল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে। রাত নয়টায় সন্ত্রাসীরা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। পরে ওই অফিসের টেলিভিশন ও চেয়ার ভাংচুর করে। এক পর্যায়ে এলোপাথাড়ি গুলি চালায়। ঢাকা-১৫ আসনে ২০ দলের প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এছাড়া এই আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার।

অপরদিকে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদারের একটি নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় শালিখা উপজেলার সীমাখালীতে অবস্থিত শতখালি ইউনিয়ন আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়। শতখালি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ঝণ্টু দাবি করেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো মাইক্রেবাসে ড্রাইভারসহ চারজন আরোহী সীমাখালী বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনী অফিসে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও দুটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগ কর্মী গফুর শেখ, মতিয়ার রহমান ও আইয়ুব আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সীমাখালীতে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল বের হয়। শালিখা থানার ওসি তারিকুল ইসলাম ককটেল বিস্ফোরণের ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status