শেষের পাতা

সৈয়দ আশরাফের সমর্থনে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের ৬টি আসন চাইলেন শেখ হাসিনা

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:৩৬ পূর্বাহ্ন

থাইল্যান্ডে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী এলাকা  কিশোরগঞ্জ-১ আসনের জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিশোরগঞ্জের ছয়টি আসনেই মহাজোট প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এজন্যে তিনি দলীয় নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে তিনি ধানমন্ডির সূধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সংযুক্ত হন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক আইজিপি, নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী এবং হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু ও সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক বক্তব্য রাখেন।

এ সময় সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আছমা, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট দুই বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা, চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দীন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পাল প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই ভিডিও কনফারেন্সে যোগ দিতে দুপুর থেকেই কিশোরগঞ্জ-১ আসনের দুই উপজেলা কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের পুরাতন স্টেডিয়ামের কনফারেন্সস্থলে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্স শুরু হলেও এর অনেক আগেই পুরাতন স্টেডিয়ামে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো স্টেডিয়াম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার পরও চলে মুহুর্মুহু স্লোগান।

ভিডিও কনফারেন্স করার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, যেহেতু সৈয়দ আশরাফ অসুস্থ। তাছাড়া যেহেতু সময়ের অভাবে আমি যেতে পারছি না। এ কারণে ভিডিও কনফারেন্সে আপনাদের সাথে কথা বলছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির সকল সদস্য নিয়ে সৈয়দ আশরাফের জন্য কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কিশোরগঞ্জ সব সময় নৌকার জায়গা। এখানে আমাদের পাঁচজন আর জাতীয় পার্টির একজন। জাতীয় পার্টি যেহেতু মহাজোটে আছে, তাকে আমরা নমিনেশন দিয়েছি। কাজেই সবগুলো সিট যেন আমরা পাই।

কিশোরগঞ্জবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, কিশোরগঞ্জ এক সময়ে সবচেয়ে অবহেলিত জায়গা ছিলো। তবে কিশোরগঞ্জবাসীর কপাল ভালো। তিনজন রাষ্ট্রপতি আপনাদের। এজন্যে আমার মনে হয়, কিশোরগঞ্জ সব সময় মাথা উঁচু করে আছে। ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। এটা আওয়ামী লীগের ঘাঁটি। নৌকার ঘাঁটি হিসেবেই থাকবে, এটা আমি চাই। শেখ হাসিনা তাঁর বক্তৃতায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে এবারের নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status