শেষের পাতা

ফলাফল তৈরিতে সতর্কতার নির্দেশ ইসির

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:৩১ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের সময় সতর্ক থাকতে নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনার কাজে নিয়োজিতদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। গতকাল সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কারিগরি বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান এমন  নির্দেশনা দেন তিনি। প্রশিক্ষণে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়ার সংক্রান্ত বিষয়ে অপারেটরদের প্রশিক্ষণ দেয়া হয়। কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেয়া নিশ্চিত করতে হবে। খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন যেন কোন বিব্রতকর পরিস্থিতির মধ্যে না পড়ে।

তিনি বলেন, কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এসব কারণে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা নিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন রফিকুল ইসলাম। প্রবাদের উল্লেখ করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ভোটের ফলাফল ঘোষণাটাই হলো ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের এ দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। আর এজন্য আপডেটেড সফটওয়ার- যার মাধ্যমে ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে সকলকে ভালো ধারণা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর কর্মচারীদের ৮টি ব্যাচের ২০০ জন এতে অংশ নেন। এর আগে, মোট ৬৭৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status