দেশ বিদেশ

ব্যারিস্টার খোকনকে গুলি

ওসির প্রত্যাহার ও ঘটনা তদন্তের আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৫২ পূর্বাহ্ন

নোয়াখালী-১ (সোনাইমুড়ী ও চাটখিল) আসনে বিএনপি প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের ওপর গুলির সঙ্গে জড়িত সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদকে প্রত্যাহার এবং ঘটনার তদন্ত চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
এর আগে গত ১৬ই ডিসেম্বর মাহবুবউদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব নির্বাচন কমিশনে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহার ও ব্যারিস্টার খোকনের ওপর গুলি বর্ষণের ঘটনা তদন্ত চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি ১২ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহার ও ঘটনার তদন্ত চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় রিট আবেদনটি করা হয়।  গত ১৫ই ডিসেম্বর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে মাহবুব উদ্দিন খোকনের ওপর ছররা গুলি চালান ওসি আবদুল মজিদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status