খেলা

মিরপুরে সাকিবদের অনুপ্রেরণা ‘ফ্লোরিডা’

স্পোর্টস রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

টাইগার ক্রিকেটের ভক্তরা এটিকে কাকতালীয় বললেও ভুল হবে না! ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট কিটসে টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে টসে জিতে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১৪৩ রান। কিন্তু বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ক্যারিবীয়দের সামনে লক্ষ্য ছিল ৯৩ রানের। ৩ উইকেট খরচ করে মাত্র ৯.১ ওভারেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। কিন্তু সিরিজের শেষ দুই ম্যাচ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। সেখানে এসেই অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন ‘এখানে আমাদের সিরিজ জেতা সম্ভব। ফ্লোরিডার উইকেট কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই।’ পিছিয়ে থেকেও ২-১ এ সিরিজ জিতে দেশে ফিরে টাইগাররা। মাত্র পাঁচ মাস আগেই এসেছিল এমন মুহূর্ত! যা আবারো ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। তবে এবার দেশের মাটিতে। সিলেটে সাকিবের দল প্রথম ম্যাচে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এবার সিরিজের শেষ দুই ম্যাচ মিরপুর শেরেবাংলা মাঠে। হোম অব ক্রিকেটের রহস্যময় উইকেটে ক্যারিবীয়দের জন্য মরণ ফাঁদ। তাই সাকিবের দলের জন্য ফ্লোরিডা হতে পারে অনুপ্রেরণা। তাই টাইগার ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করতেই পারেন মিরপুরের ফ্লোরিডা হয়ে ওঠার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের আগে সবকিছুই ছিল বাংলাদেশের অনুকূলে। দেশের মাঠ, উইকেট এমনকি সময়ও। কিন্তু নিজেদের ভুলের মাসুল গুনতে হয়েছে শেষ পর্যন্ত। রাতের শিশিরের ভয়ে ম্যাচের সময় পরিবর্তন করে শুরু হয় দুপুর ১২টায়। ব্যাটিং উইকেটে টসে জিতে ব্যাট করতে পারার সৌভাগ্যও ধরা দেয় হাতে। কিন্তু তাতে কি! ব্যাট হাতে নেমে ভাগ্যকে দূরে ঠেলে সরাতে থাকেন ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কথায়, অতি আত্মবিশ্বাসী হয়ে ব্যাটসম্যানরা একের পর এক শট নিতে শুরু করেন যা শেষ পর্যন্ত হয় আত্মঘাতী। দলে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পুল করতে গিয়ে শর্ট বলে ক্যাচ দিয়েছেন। তামিম ৫, লিটন ৬ ও সৌম্য ৫ রানে আউট হন। শুরুতে দেখে শুনে না খেলে করেছেন উচ্চাভিলাষী শট। এরপর তাড়াহুড়োতে রান আউট হয়ে ফিরে যান মুশফিকুর রহীম। লড়েছেন শুধু অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ৬১ রান করে দলের মান বাঁচান। তাকে সঙ্গ দেন ১২ রানে মাহমুদুল্লাহ ও ১৭ রান করে আরিফুল হক। ১৩০ রানের টার্গেটে ক্যারিবীয় ব্যাটিং দানবরা রেকর্ডই গড়ে ফেলে। মাত্র ১০.৫ ভারে ৮ উইকেট হাতে রেখে পৌঁছে যায় জয়ের বন্দরে। সেন্ট কিটসে ৫ মাস আগে সিরিজের প্রথম ম্যাচেও হারের দায় ছিল বাজে ব্যাটিং। আর একই ব্যর্থতা সিলেটেও হারের কারণ।
অন্যদিকে আশার কথা, ফ্লোরিডাতে এসে দল ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ায়। প্রথম ম্যাচে তামিম ইকবাল ৭৪ ও সাকিব আল হাসানের ৬০ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের লক্ষ্য ছুড়ে দেয়। বড় পুঁজি পেয়ে বোলাররাও দারুণ লড়াই করেন। শেষ পর্যন্ত তুলে নেয় ১২ রানের জয়। দ্বিতীয় ম্যাচেও দলের ব্যাট হাসে। ওপেনার লিটন দাসের ঝড়ো ৬১ রানের সঙ্গে দলের বাকিরাও দারুণ সঙ্গ দেন। ছুড়ে দেন ১৮১ রানের লক্ষ্য। এই ম্যাচে অবশ্য বৃষ্টি আইনে ১২ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। বাংলাদেশ জয় পায় ১৯ রানের। বলতে গেলে টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। এখানে ব্যাটে রান আসলে জয় অনেকটাই সম্ভব। তাই মিরপুর শেরেবাংলা মাঠে টাইগাররা ব্যাট হাতে ঘুরে দাঁড়াবে- এটাই ভক্তদের প্রার্থনা।
এ ছাড়াও ব্যাটিংয়ের সঙ্গে বোলিং বিভাগ কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ উইন্ডিজ ৩৭ রান দিয়েছেন তার করা মাত্র ২ ওভারে। ফ্লোরিডাতে খেলেছিলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট স্পিনার নাজমুল ইসলাম অপু। দ্বিতীয় ম্যাচে একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট ৪ ওভারে ২৮ রান খরচ করে। অবশ্য শেষ ম্যাচে তাকে সাকিব বল দিয়েছিলেন মাত্র এক ওভার। সেখানে তিন বল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এত দারুণ বল করার পরও ঘরের মাঠে তাকে সুযোগ দেয়া হয়নি। তা নিয়ে রয়েছে প্রশ্ন। তাই মিরপুরে হয়তো মিরাজের জায়গায় ফেরানো হতে পারে অপুকে। এ ছাড়াও শেষ সিরিজে বল হাতে আরেক জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানের দেশের মাটিতে শুরুটা ভালো হয়নি। এক ওভারেই খরচ করেছেন ১৫ রান। তাই তার ঘুরে দাঁড়ানোও প্রয়োজন দেশের মাটিতে সিরিজ হার এড়াতে।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status