খেলা

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

চট্টগ্রামের স্মৃতি ফিরে এলো ওয়েলিংটনে

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

আগেরদিন ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে পুরো আলো নিজের করে নেন নিউজিল্যান্ড ওপেনার টম ল্যাথাম। আর গতকাল মাটি কামড়ে সারাদিন ব্যাটিং করে রেকর্ডবুকে নাম লেখান শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই দু’জনের অসাধারণ জুটিতে ভর করে ওয়েলিংটন টেস্ট বাঁচানোর স্বপ্ন দেখছে লঙ্কানরা। টেস্ট ম্যাচে পুরো দিন ব্যাটিং করার ২২তম ঘটনা এটি। আর এতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে ফিরে আসে চট্টগ্রামের স্মৃতি। টেস্টে উইকেটহীন দিনের সর্বশেষ দৃষ্টান্ত বাংলাদেশের মাটিতে। ২০০৮ সালের ১৮ই ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ৪০৫ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার নিক ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথ। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখনো ৩৭ রানে পিছিয়ে সফরকারীরা। হাতে ৭ উইকেট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৫৯/৩। আগের দিনের করা ২০/৩ সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে ৯০ ওভারে ২৩৯ রান তোলেন মেন্ডিস ও ম্যাথিউজ। উইকেটহীন দিনে সর্বশেষ ১৯৮৬ সালে মুম্বই টেস্টে এরচেয়ে কম রান আসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টের চতুর্থ দিনে ধৈর্যশীল ব্যাটিংয়ে ২৩৫ রান তোলেন দিলিপ ভেঙ্কসকর ও রবি শাস্ত্রী। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সারা দিন ব্যাটিং করার পঞ্চম নজির এটি। ১৯৮৬ সালের মার্চে কলম্বোর পি সারা ওভালে পাকিস্তানের বিপক্ষে প্রথম এই কৃতিত্ব দেখান আসানকা গুরুসিনহা ও অর্জুনা রানাতুঙ্গা। দুইজন মিলে পঞ্চম দিনে ২৪০ রান তোলেন। ১৯৯৭ সালের আগস্টে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুইদিন ব্যাটিং করার রেকর্ড গড়েন সনাথ জয়সুরিয়া ও রোশন মহানামা। দ্বিতীয় উইকেটে ৫৭৬ রানের জুটি গড়ার পথে তৃতীয় দিনে ২৮৩ ও চতুর্থ দিনে আসে ২৬৫ রান। লঙ্কান জুটির পুরো দিন ব্যাটিং করার সর্বশেষ স্মৃতি ২০০৬ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। তৃতীয় উইকেটে ৬২৪ রানের জুটি গড়ার পথে দ্বিতীয় দিনে ৩৫৭ রান তোলেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। গতকাল ওয়েলিংটনে মেন্ডিস ১১৬ ও ম্যাথিউজ ১১৭ রানে অপরাজিত থাকেন। টেস্ট ক্যারিয়ারে এটি কুশল মেন্ডিসের ষষ্ঠ ও ম্যাথিউজের নবম সেঞ্চুরি। এশিয়ার বাইরে টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। প্রথমবারও ছিল নিউজিল্যান্ডের মাটিতে। ১৯৯৫ সালে ড্র হওয়া ডানেডিন টেস্টে সেঞ্চুরি করেছিলেন গুরুসিনহা ও হাসান তিলেকরত্নে। সব মিলিয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে এ নিয়ে ১১ বার শ্রীলঙ্কার দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। দলীয় ১৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ২৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন মেন্ডিস ও ম্যাথিউজ। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এটাই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। চতুর্থ উইকেটেই আগের সর্বোচ্চ ১৯২ রান করেন আসানকা গুরুসিনহা ও হাশান তিলিকারত্নে (১৯৯৫ সালে ডানেডিন টেস্টে)। প্রথম ইনিংসে টিম সাউদির পেস তোপের বিপরীতে দিমুথ করুণারত্নে, ম্যাথিউজ ও নিরোশান ডিকওয়েলার ফিফটিতে ২৮২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৬ উইকেট নেন সাউদি। আর টম ল্যাথামের ডাবল সেঞ্চুরির বীরত্বে ৫৭৮ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status