বাংলারজমিন

আনিসের বিরুদ্ধে সৈয়দ ইবরাহীমের এন্তার অভিযোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মহাজোটের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে এন্তার অভিযোগ এনেছেন বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক। তিনি বলেছেন, হাটহাজারীতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দেয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সোমবার রাতে হাটহাজারী বাস স্টেশন সিদ্দীক মার্কেটের ৩য় তলায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব অভিযোগ করেন তিনি। তিনি বলেন, মন্ত্রী সাহেব পুলিশ প্রটোকল নিয়ে চলাফেরা করছেন। আমি ওসি সাহেবের সঙ্গে একাধিকবার দেখা করতে চেয়েছি। যখনই খোঁজ নিয়েছি, উনি মন্ত্রী সাহেবের সঙ্গে ডিউটিতে থাকেন। সৈয়দ ইবরাহীম বলেন, ব্যক্তি আনিসের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু প্রার্থী আনিসের ব্যাপারে আমার অভিযোগ রয়েছে। তিনি প্রশাসনিক সবরকম সুবিধা নিচ্ছেন, যা উনি পেলে আমিও পাওয়ার কথা। তিনি লাঙ্গলের প্রার্থী হলেও নৌকা প্রতীক সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন যা আচরণ বিধির লঙ্ঘন।
সৈয়দ ইবরাহীম বলেন, আমি আশঙ্কা করছি হাটহাজারীতে এমন পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যাতে ভোটাররা ভোট দিতে যেতে না পারে। কিন্তু আমরা তা হতে দেব না।
 আমরা ভোটারদের ভোট দেয়ার পরিবেশ সৃষ্টিতে দৃঢ় প্রতিজ্ঞ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status