ইলেকশন কর্নার

‘বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে’

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:২৩ পূর্বাহ্ন

 খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় তফসিল ঘোষণার পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তি না দিয়ে নতুন করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নির্বাচনের এমন পরিবেশ দেখে তিনি মনে করছেন, খুলনায় আরও একটি ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি চলছে। খুলনা মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল বলেন, তার নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিএল কলেজ ছাত্রদল সভাপতি শেখ রিয়াজ সাহেদ, আড়ংঘাটা থানা এলাকার মো. আরিফ হোসেন, খালিশপুর থানা এলাকার জাহিদুল ইসলাম মল্লিককে শনিবার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী শেখ সাদীসহ ১০/১৫ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় নতুন মামলা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারি দল প্রতিদিন নির্বাচনী আইন ভঙ্গ করছে, যানবাহনে পোস্টার, স্টিকার লাগাচ্ছে। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ইতিমধ্যে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের ওপর দু’টি মাইক, মানিকতলা শ্রমিক লীগ অফিসে দু’টি মাইক ও দৌলতপুর থানার ৫টি ওয়ার্ডে পাঁচটি মাইক লাগিয়ে নৌকার প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, গত ১০ই ডিসেম্বর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ধানের শীষের পোস্টার টাঙানোর সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে যুবদল নেতা রুহুল আমীন হাওলাদার, লিটন হোসেন মারাত্মকভাবে আহত হন। এ ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়নি বলে অভিযোগ তার। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ধানের শীষের পুরুষ ও নারী কর্মীদের পথে ঘাটে এমনকি বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে ও জীবন নাশের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও সব প্রকার অনিয়ম দূর বন্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, দলের কেন্দ্রীয় নেতা শামিমুর রহমান শামিম, দৌলতপুর থানা সভাপতি শেখ মোশাররফ হোসেন, খানজাহান আলী থানা সভাপতি মীর কায়সেদ আলী, স ম আবদুর রহমান, সিরাজুল হক নান্নুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status