বাংলারজমিন

রাজবাড়ী-১

জীবনের নিরাপত্তা চান ধানের শীষ প্রার্থী খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রাজবাড়ী-১ আসন ধানের শীষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও রাজবাড়ীর কোথাও সুষ্ঠু নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নাই। আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করে জনসভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা করলেও আমাদের নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দিয়ে একের পর এক আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের জীবনের নিরাপত্তা ও এসব অনাচার বন্ধে জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার বরাবর একাধিকবার লিখিত আবেদন করার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত সোমবার দুপুরে নিজ বাস ভবনে ধানের শীষ প্রার্থী আলী নেওয়াজ খৈয়ম সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. আসাদুজ্জামান লাল, নইম আনসারী, গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌরসভা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে খৈয়ম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ধানের শীষের পোস্টার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচারের মাইক ভেঙ্গে ফেলা হচ্ছে। আমাদের রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজির বাড়িতে হামলা করা হয়েছে। আমাদের মিজানপুরের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানসহ প্রায় ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ১৭ই ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আমার নিজ বাড়ির চতুর্পাশ্বে সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়ে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তিনি বলেন, জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে এ কোন গণতন্ত্র ? মানুষের ন্যূনতম কোনো বাকস্বাধীনতা নেই। জনগণের জয় অবশ্যম্ভাবী। চিরদিন অত্যাচারের বিরুদ্ধে ইচ্ছাশক্তির জয় হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। খৈয়ম আরো বলেন, সরকার মুখে মুখে সমতল ভূমি সৃষ্টির কথা বললেও যেখানেই নির্বাচনী সভা করতে যাই, সেখানেই বাধা, এই হলো সরকারের লেভেল প্লেয়িং ফিল্ড। আমি আমার প্রাণপ্রিয় নির্বাচনী এলাকা রাজবাড়ী সদর ও গোয়ালন্দের জনগণকে অনুরোধ জানাব, আপনারা আগামী ৩০শে ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি। দেশের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে খৈয়ম বলেন মহান বিজয় দিবসের এই মাসে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ জনগণকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status