বাংলারজমিন

জনগণ এখন জেগে উঠেছে: গউছ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:০৪ পূর্বাহ্ন

 হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জিকে গউছ বলেছেন, জনগণ এখন জেগে উঠেছে। জনগণের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, বন্দুকের নল দিয়ে যারা জনগণকে শাসন করছে, তাদের কাছ থেকে জনগণ মুক্তি চায়। ধানের শীষকে বিজয়ী করে মানুষ সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, অপশাসন থেকে মুক্তি চায়, জানমালের নিরাপত্তা চায়, ইজ্জত আব্রুর হেফাজত চায়, নিজের অধিকার রক্ষা করতে চায়, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। আগামী ৩০ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। গত সোমবার বিকাল ৫টায় উপজেলার নিজামপুর ইউপির বাগুনিপাড়া ও নিতাইর চক গ্রামে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন। জিকে গউছ আরো বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এখন উন্নয়নের জিকির তোলে ভোট প্রার্থনা করছে। আওয়ামী লীগ প্রার্থীদের মিষ্টি কথায় তাদের বিগত ১০ বছরের জুলুম-নির্যাতন মানুষ ভুলে যাবে না। শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের ব্যবসায়ীদের নিঃস্ব করেছে। দেশের মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য দাবি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের অমানবিক নির্যাতন করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতন করেছে আওয়ামী লীগ। তিনি একটি ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পথ সুগম করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এর আগে তিনি নিজামপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ ও পথসভা করেন। বিএনপি নেতা মো. ইব্রাহীম মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা মকছুদ আলী ও আবদুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, সাবেক কমিশনার শাহ মো. এমরান, জেলা যুব দলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, জেলা বিএনপির নেতা অ্যাড. এসএম আলী আজগর, ছাত্রদলের সভাপতি আল আমিন সোহাগ, সাবেক ছাত্রদল নেতা আঃ কাইউম সেলিম, থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন মিয়া ও মো. লুৎফুর রহমান প্রমুখ।
এছাড়া আরো অন্য নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status