বিশ্বজমিন

পাক মন্ত্রীর হাফিজ সাইয়িদকে রক্ষার অঙ্গীকার

মানবজমিন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন সন্ত্রাসবাদ দমনের বিষয়ে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন, তখনই তার এক মন্ত্রী বলছেন, যে করেই হোক হাফিজ সাইয়িদকে রক্ষা করা হবে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আফ্রিদির সঙ্গে দেশটির মিল্লি মুসলিম লিগ (এমএমএল) এর নেতাদের সঙ্গে বৈঠকের ভিডিও ফাঁস হয়ে যায়। সেখানে তিনি ধর্মভিত্তিক দল এমএমএলকে আশ্বস্থ করেছেন যে, যেভাবেই হোক হাফিজ সাইয়িদ ও তার দলকে সুরক্ষিত রাখা হবে।

ভিডিওতে দেখা যায়, এমএমএল নেতারা তাকে যুক্তরাষ্ট্রের চাপের কারণে হাফিজ সাইয়িদের দলকে নির্বাচনে নিবন্ধন না দেয়া ও নির্বাচন কমিশন কর্তৃক দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনার বিষয়ে জিজ্ঞেস করছে।  এর জবাবে শাহরিয়ার আফ্রিদি বলেন, আমরা এটা হতে দেব না। যতদিন তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের ক্ষমতায় রয়েছে আমরা হাফিজ সাইয়িদের সঙ্গে আছি।

উল্লেখ্য, হাফিজ সাইয়িদ জাতিসংঘ কর্তৃক ঘোষিত এক আন্তর্জাতিক সন্ত্রাসী। ২০০৮ সালে ভারতের মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী সে। পাকিস্তান সরকার তাকে প্রথমে গৃহবন্দি করে রাখলেও পরে একটি আদালত তাকে মুক্তি দেয়। যুক্তরাষ্ট্র তার মাথার দাম নির্ধারন করেছে ১০ মিলিয়ন মার্কিন ডলার। ভারত সরকার দীর্ঘদিন যাবত পাকিস্তানের কাছে হাফিজ সাইয়িদের বিচার নিশ্চিতের দাবি তুলে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status