খেলা

আইপিএল নিলাম শুরু

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:৪১ পূর্বাহ্ন

ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ।  নিলামের কার্যক্রম শুরু বিকাল ৪টায়। ভারতের জয়পুরে হতে যাওয়া নিলামের মধ্য দিয়ে আসন্ন মৌসুমের জন্য নিজেদের দল চূড়ান্ত করে ফেলবে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।আগের ১১ বারের চেয়ে ভিন্ন এবারের আইপিএল নিলাম। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয়বারের মত হতে যাচ্ছে নিলাম। চলতি বছরের জানুয়ারিতে ২০১৮ সালের আইপিএলের নিলাম করেছিল দলগুলো। আর ওয়ানডে বিশ্বকাপের কারণে আইপিএলের সময় এগিয়ে আনার কারণে ২০১৯ সালের জানুয়ারির পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরেই আবার নিলাম করার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। যাতে করে দলগুলো নিজেদের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় পায়। প্রতিবছর এপ্রিলে শুরু হলেও, ২০১৯ সালের আসরটির পর্দা উঠবে ২৩শে মার্চ। মে মাসের মাঝামাঝিতেই পর্দা নামবে আসরের।
আজ নিলামে উঠছে ৩৪৬ জন দেশি-বিদেশি খেলোয়াড়ের নাম। যেখানে ৫০ লাখ ভারতীয় রুপি থেকে ২ কোটি রুপি পর্যন্ত ঠিক করে দেয়া হয়েছে খেলোয়াড়দের ভিত্তি মূল্য। নিলামের জন্য ভারতের কোনো খেলোয়াড়ই সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি পাননি। ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে উঠবেন ৯ বিদেশি ক্রিকেটার  ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস ওকস, লাসিথ মালিঙ্গা, শন মার্শ, স্যাম কারেন, কলিন ইনগ্রাম, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ডি’আরচি শর্ট। নিলামে রয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। সাকিব আল হাসানকে নিজেদের দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবার ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। আর ইনজুরি ঝুঁকি থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে আপাতত বাইরের লীগে খেলা অনুমতি দিচ্ছে না ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status