বিশ্বজমিন

রাজপথে বিবস্ত্র প্রতিবাদ

মানবজমিন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১২:৫৮ অপরাহ্ন

পশুর লোম বা ফার বিরোধী প্রচারণায় অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন পশু অধিকারকর্মীরা। এমন একদল কর্মী বার্সেলোনার খোলা রাজপথে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শুয়ে পড়লেন। এ সময় তাদের শরীরে সুতা বলতে কোনো কিছু ছিল না। এমনকি লজ্জা নিবারণে অন্য কোনো পন্থাও অবলম্বন করেন নি তারা। এ দৃশ্য দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করে সেখানে। তারা এ সময় বলেন, ফার বা পশুর লোমের একটি কোট বা পোশাক বানাতে কত জীবনের ইতি ঘটাতে হবে?

গত রোববারের ঘটনা এটি। এদিন বার্সেলোনার ব্যস্ত একটি স্কয়ারে কয়েক ডজন নারী-পুরুষ সব পোশাক খুলে এ ঘটনা ঘটান। তারা পশুর লোম ও চামড়ার পণ্য বিরোধী প্রচারণায় নেমেছিলেন। বৃটিশ মিডিয়া বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বার্সেলোনার প্লাসে ডে কাতালুনিয়া’তে ওই অধিকারকর্মীরা বিবস্ত্র হয়ে শুয়ে পড়েন। এ সময় তাদের শরীরে ছিটিয়ে দেয়া হয় কৃত্রিম রক্ত। শরীরের এখানে ওখানে সেই রক্ত লেগে ছিল। তার মধ্যে একজনকে দেখা যায় স্প্যানিস ভাষায় লেখা একটি প্লাকার্ড ধরে আছেন। তাতে লেখা- একটি কোটের জন্য আর কত প্রাণহানি হবে। ‘এনিমা ন্যাচারালিস’ নামের সংগঠন এ প্রতিবাদের আয়োজন করে। এটি স্পেন ও লাতিন আমেরিকায় পশু অধিকারের পক্ষে লড়াইকারী একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status