শেষের পাতা

তাঁবু টানিয়ে আমরণ অনশনে লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

অবস্থান ধর্মঘট থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন লতিফ সিদ্দিকী। তার গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিকার না পেয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী অবস্থান কর্মসূচি থেকে অনশনের ঘোষণা দেন। এ বিষয়টি তিনি লিখিত আবেদনের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন। লিখিত আবেদনে তিনি বলেছেন, আমার অবস্থান ধর্মঘট ১৮ ঘণ্টা পার হয়েছে কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সিদ্ধান্ত নিলাম একই সঙ্গে আমরণ অনশন চালিয়ে যাওয়ার। আমার যদি কোনো ক্ষতি হয় সেজন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে।

টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল দ্বিতীয় দিনের মতো তিনি এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তার এই কর্মসূচি অব্যাহত থাকবে।

গত রোববার তিনি তাঁবু টানিয়ে কাঁথা, বালিশ বিছিয়ে সেখানে শুয়ে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশন কর্মসূচি শুরু করেন। গতকাল থেকে তিনি কাঠের চৌকি ব্যবহার করছেন।

লতিফ সিদ্দিকীর তিন দফা দাবি হলো- কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি যাতে করে এ ধরনের হামলার ঘটনা আর না ঘটে, এজন্য আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারীকে লিখিত দিতে হবে।

লতিফ সিদ্দিকী রোববার অবস্থান কর্মসূচি পালন করলেও তিনি পরে কাঁথা, বালিশ বিছিয়ে অনশন কর্মসূচি পালন করেন। এরপর তিনি গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে চৌকিতে শুয়ে গতকাল থেকে আমরণ কর্মসূচি পালন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমি রোববার সকালে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে আমার নির্বাচনী কাজে যাই। প্রথমত সরাতৈল এবং বল্লভবাড়ির মাঝামাঝি এলাকায় আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে আমরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বল্লভবাড়ির মহির উদ্দিন তালুকদারের বাড়িতে যাই। সেখানে গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদারের সঙ্গে কথা বলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্ধনে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত চারটি গাড়ি ভাঙচুর করে। এতে আহত হন অন্তত ২০ নেতাকর্মী।

এদিকে গতকাল এলেঙ্গাতে আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করে। তারা এলাকায় লতিফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, লতিফ সিদ্দিকী একজন নাস্তিক মানুষ। তিনি মন্ত্রী থাকার সময় আমেরিকার এক সভায় পবিত্র হজ ও তাবলীগ নিয়ে কটূক্তি করেছেন। এজন্য তার মন্ত্রিত্ব চলে যাওয়ার পাশাপাশি তিনি দল থেকে বহিষ্কৃত হন। আজ তিনি তা মোছার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটক করছেন। এ সময় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক, আব্দুল মালেক ভূঁইয়া, খাদেমুল ইসলাম মাস্টার ও নুরুন্নবী সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status