বাংলারজমিন

কুলাউড়ায় নৌকার অফিসে হামলা, ভাঙচুর: আহত ৫

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের কাদিপুর নির্বাচনী এলাকায় নৌকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। রোববার ১৬ই ডিসেম্বর রাত সাড়ে ৮টায় কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। ধানের শীষের সমর্থকরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে অভিযোগ নৌকার অফিসে থাকা আওয়ামী লীগ সমর্থকদের। এ সময় হামলাকারীদের আক্রমণে নৌকার ৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল জামালের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী ধানের শীষের মিছিল করে এসে পার্শ্ববর্তী কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া নৌকার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার সময় অফিসে অবস্থানরত মনি মিয়া (২৪), ছোট মিয়া (২১), রাজু আহমদ (২২)সহ ৫ জন আহত হয়। এ সময় হামলাকারীরা নৌকার অফিসের সকল আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। স্থানীয় বাসিন্দা ও কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর জানান, জামায়াত শিবিরসহ বিএনপি’র নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কুলাউড়ার নির্বাচনী পরিস্থিতি অশান্ত করতেই এই হামলা চালানো হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা জানান, তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status